ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

প্রবাসে বাংলাদেশ

ইতালি প্রবাসী সাংবাদিক ইসমাইল হোসেন স্বপন পেলেন বিটিএসএফ সম্মাননা  

অতিথি করেসপন্ডেন্ট, ইতালি  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪০ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০২৪
ইতালি প্রবাসী সাংবাদিক ইসমাইল হোসেন স্বপন পেলেন বিটিএসএফ সম্মাননা
 

ইতালি থেকে: শরীয়তপুর জেলার কৃতি সন্তান, বিটিএসএফ-এর কেন্দ্রীয় ভাইস-চেয়ারম্যান, সংগঠক ও ইতালি প্রবাসী  সাংবাদিক ইসমাইল হোসেন স্বপন সফল সংগঠক হিসেবে বিশেষ অবদানের জন‍্য বিটিএসএফ ‘সম্মাননা স্মারক’ পেয়েছেন।  

শনিবার (৯ নভেম্বর) দুপুরে ঢাকার তোপখানা রোডের ধানসিঁড়ি রেস্টুরেন্টে বাংলাদেশ তৃণমূল সাংবাদিক ফোরামের (বিটিএসএফ) ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তাকে আনুষ্ঠানিকভাবে এ সম্মাননা দেওয়া হয়।

এসময় দেশের নানা শ্রেণিপেশার ব্যক্তিরা উপস্থিত ছিলেন।  

তিনি আগেও বিভিন্ন বিষয়ে বিশেষ অবদানের জন্য সম্মাননা পদক ও পুরস্কারে ভূষিত হয়েছেন।

বিটিএসএফ-এর চেয়ারম্যান কায়সার হাসানের সভাপতিত্বে ও মহাসচিব মো. আল-আমিন শাওনের পরিচালনায় অনুষ্ঠানে 
প্রধান অতিথি ছিলেন- সাবেক এমপি ও বিটিএসএফ-এর উপদেষ্টা অধ্যক্ষ নূর আফরোজ বেগম জ্যোতি।  

অনুষ্ঠানের উদ্বোধন করেন বিশিষ্ট সংগঠক ও বিটিএসএফ-এর কো-চেয়ারম্যান অ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু।  

প্রধান বক্তা ছিলেন- বার্তা প্রবাহ পত্রিকার সম্পাদক ও বিটিএসএফ-এর উপদেষ্টা মোহাম্মদ মনির হোসেন কাজী।  

বিশেষ অতিথি ছিলেন, বিশিষ্ট জাদু শিল্পী ও বিটিএসএফ-এর উপদেষ্টা অ্যাডভোকেট মাসুদুর রহমান, ঢাকার লাবণ্য ক্রিয়েশনের চেয়ারম্যান ও বিটিএসএফ-এর উপদেষ্টা মো. মনিরুজ্জামান, ইদিলপুর ইউপির সাবেক চেয়ারম্যান ও 
বিটিএসএফ-এর উপদেষ্টা মো. দেলোয়ার হোসেন শিকারী, ডিপ্লোমা কৃষিবিদ ফোরাম বাংলাদেশের সভাপতি ও বিটিএসএফ-এর কো-চেয়ারম্যান শরীফ মো. আব্দুল কাদের, বাংলাদেশ প্যাকেজিং মালিক কল্যাণ পরিষদ ঢাকার সাংগঠনিক সম্পাদক মো. কামরুজ্জামান, আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা তথ্য ও মানবাধিকার ফাউন্ডেশনের সিনিয়র ভাইস-চেয়ারম্যান মো. শামছুল আলম, রুদ্রকর নীলমনি উচ্চ বিদ্যালযের সহকারী প্রধান শিক্ষক সাইদ মাহমুদ।  

বিশেষ বক্তা ছিলেন- বিটিএসএফ-এর ভাইস-চেয়ারম্যান ফাতেমা বেগম, এম এ গফুর মোল্লা, মাহবুবুর রহমান।  

শুভেচ্ছা বক্তব্য দেন- ভাইস-চেয়ারম্যান মু. হারিসুর রহমান, যুগ্ম মহাসচিব মো. ছবুর হোসেন, হামিদুল ইসলাম, আতিকুর রহমান, আসাদুজ্জামান মিঞাসহ অনেকে। বিটিএসএফ-এর কেন্দ্রীয় ও বিভিন্ন জেলার বিপুল সংখ্যক নেতৃবৃন্দ।

বাংলাদেশ সময়: ১৫৩৬ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০২৪
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।