ঢাকা: যথাযোগ্য মর্যাদায় ও বিনম্র শ্রদ্ধায় দক্ষিণ আমেরিকাতে বাংলাদেশের একমাত্র দূতাবাসে প্রবাসী বাংলাদেশিদের উপস্থিতিতে পালিত হলো শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।
শুক্রবার (২১ ফেব্রুয়ারি) ব্রাসিলিয়ার বাংলাদেশ দূতাবাস প্রাঙ্গণে দূতাবাস আয়োজিত কর্মসূচির প্রথমেই ৫২- এর ভাষা শহীদ ও জুলাই অভ্যুত্থানে নিহত সবার স্মৃতির প্রতি সম্মান জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।
দিবসটি উপলক্ষে প্রধান উপদেষ্টা ও পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টার বাণী পাঠ করা হয় এবং দিবসটি উপলক্ষে সংস্কৃতি মন্ত্রণালয় হতে পাঠানো দুটি ভিডিও ডকুমেন্টারি প্রদর্শন করা হয়। এরপর চার্জ দ্য অ্যাফেয়ার্স মো. জসীম উদ্দিন ও সামরিক এটাশে কর্তৃক স্থানীয়ভাবে নির্মিত অস্থায়ী শহীদ মিনারে দূতাবাসের পক্ষ থেকে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়। এ সময় উপস্থিত সব প্রবাসী বাংলাদেশি এবং দূতাবাস পরিবারের সব সদস্য সারিবদ্ধভাবে শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। চার্জ দ্য অ্যাফেয়ার্স জসীম উদ্দিন দিবসটি উপলক্ষে বক্তব্য দেন।
পরিশেষে সব ভাষা শহীদের আত্মার মাগফিরাত এবং দেশ ও জাতির মঙ্গল কামনা করে মোনাজাত করা হয় এবং আগত অতিথিদের জন্য আপ্যায়নের ব্যবস্থা করা হয়।
বাংলাদেশ সময়: ১৫০৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০২৫
টিআর/আরআইএস
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।