ঢাকা, রবিবার, ৯ ফাল্গুন ১৪৩১, ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ২৩ শাবান ১৪৪৬

প্রবাসে বাংলাদেশ

দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন

নিউজ ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০২৫
দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন নানা কর্মসূচির মধ্য দিয়ে ভারতের রাজধানী দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন।

ঢাকা: নানা কর্মসূচির মধ্য দিয়ে ভারতের রাজধানী দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয়েছে।

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) সকালে বাংলাদেশ হাইকমিশনের ভারপ্রাপ্ত হাইকমিশনার মো. নূরুল ইসলামের জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিনের সূচনা হয়।

এরপর ভাষা শহীদদের স্মরণে শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়।

সকালে দুটি ডকুমেন্টারি প্রদর্শন করা হয় এবং প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস ও পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের বাণী পাঠ করা হয়, যাতে দিবসটির গুরুত্ব তুলে ধরা হয়।

সন্ধ্যায় অনুষ্ঠিত হয় একটি সাংস্কৃতিক অনুষ্ঠান, যেখানে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা ও বিভিন্ন দেশের কূটনীতিকরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৫৪৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০২৫
আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।