বাংলা নববর্ষ উদযাপনের উদ্যোগ নিয়েছে পর্তুগালের বাংলাদেশ দূতাবাস। এ উপলক্ষে প্রথমবারের মতো পর্তুগালে বসবাসরত প্রবাসীদের মতামত নিয়ে প্রস্তুতিমূলক সভা করা হয়েছে।
নবনিযুক্ত রাষ্ট্রদূত ড. এম মাহফুজুল হকের সভাপতিত্বে এবং দূতালয় প্রধান এস এম গোলাম সরওয়ারের সঞ্চালনায় উপস্থিত প্রবাসীরা প্রবাসের মাটিতে বাংলা নববর্ষ উদযাপনে তাদের সুচিন্তিত মতামত ব্যক্ত করেন। তারা রাষ্ট্রদূতকে ধন্যবাদ দিয়ে বলেন, এই প্রথম প্রবাসীদের মতামত নিয়ে কোনো অনুষ্ঠান আয়োজন করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। দূতাবাসের এমন উদ্যোগকে আমরা স্বাগত জানাই।
রাষ্ট্রদূত ড. এম মাহফুজুল হক বলেন, আমাদের ইচ্ছা সকল স্তরের প্রবাসীদের নিয়ে সার্বজনীন একটি পহেলা বৈশাখ বা বর্ষবরণ উদযাপন করা। দূতাবাসের সাথে প্রবাসীদের সেতুবন্ধন তৈরি করা। প্রবাসের ব্যস্ততম সময়ে আপনারা এসেছেন এবং মূল্যবান মতামত প্রদান করায় ধন্যবাদ জানাই।
আমরা আশা করি আপনাদের সকলের উপস্থিতি এবং সহযোগিতায় আমরা সুন্দর একটি বর্ষবরণ উদযাপন করতে পারবো। আলোচনা সভায় প্রবাসীরা উক্ত অনুষ্ঠান সুন্দর প্রাণবন্ত করতে তাদের বিভিন্ন মতামত উপস্থাপন করেন।
এ সময় অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন পর্তুগাল বাংলা প্রেস ক্লাবের বর্তমান সাধারণ সম্পাদক এনামুল হক, সাবেক সাধারণ সম্পাদক শহীদ আহমদ প্রিন্স, সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম নয়ন, প্রচার ও দপ্তর সম্পাদক হাফিজ আল আসাদ, পর্তুগাল সাহিত্য সংসদের সেক্রেটারি আবুল হোসেন আসাদ, মোরারিয়া বিজনেস ফোরাম নেতা দিদারুল, দূতাবাসের প্রশাসনিক কর্মকর্তা মোঃ শাহাবুদ্দিন, সহকারী কনস্যুলেট মোহাম্মদ মনিরুজ্জামান, প্রশাসনিক কর্মকর্তা মো. সাব্বির হোসেন প্রমুখ।
বাংলাদেশ সময়: ২০৪৩ ঘণ্টা, এপ্রিল ১০, ২০২৫
নিউজ ডেস্ক