ঢাকা, মঙ্গলবার, ২৯ বৈশাখ ১৪৩২, ১৩ মে ২০২৫, ১৫ জিলকদ ১৪৪৬

প্রবাসে বাংলাদেশ

প্রবাসীদের অধিকার প্রতিষ্ঠায় ট্রাইবুনাল গঠনের দাবিতে নিউইয়র্কে সেমিনার

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:০২, মে ১২, ২০২৫
প্রবাসীদের অধিকার প্রতিষ্ঠায় ট্রাইবুনাল গঠনের দাবিতে নিউইয়র্কে সেমিনার

ঢাকা: প্রবাসীদের অধিকার প্রতিষ্ঠায় ট্রাইবুনাল গঠনের দাবিতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

রোববার ১১ মে নিউইয়র্কের জ্যাকসন হাইটসসে বাংলাদেশ প্লাজায় এ সেমিনার অনুষ্ঠিত হয়।

সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হিউম্যান রাইটস এন্ড পিস ফর বাংলাদেশের (এইচআরপিবি) সভাপতি সিনিয়র অ্যাডভোকেট মনজিল মোরসেদ।  

সেমিনারের সভাপতিত্ব করেন এইচআরপিবির নিউইয়র্ক শাখার সভাপতি ম. জাকির মিয়া। সভা পরিচালনা করেন সেক্রেটারি সাইয়েদ মইন উদ্দিন ।

সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট মনজিল মোরসেদ বলেন, বিশ্বের বিভিন্ন দেশে লাখ লাখ বাংলাদেশি প্রবাসী হিসেবে বসবাস করেন। দেশে তাদের সম্পত্তি ব্যবসা ও বিভিন্ন ক্ষেত্রে নানা রকম হয়রানির শিকার হলেও তা প্রতিকারের ক্ষেত্রে সুনির্দিষ্ট কোনো আইনগত পদক্ষেপ নেওয়ার সুযোগ থাকে না। এমনকি প্রবাসীরা দেশে ভ্রমণ কালে তাদের বিভিন্ন মৌলিক অধিকার লঙ্ঘন হলেও কোনো প্রতিকার পায় না। এর মূল কারণ হলো আইনের দীর্ঘসূত্রতা।

মনজিল মোরসেদ আরও বলেন, প্রবাসীদের অধিকার প্রতিষ্ঠার জন্য আইনি প্রতিকূলতা দূর করা একান্ত জরুরি এবং এ কারণে স্বল্প সময়ে প্রবাসীদের সমস্যা সমাধানে একমাত্র প্রবাসী ট্রাইব্যুনাল গঠনের মাধ্যমে প্রতিকার সম্ভব।

বিভিন্ন নির্বাচনে প্রবাসীরা যাতে ভোটাধিকার প্রয়োগ করতে পারে তার জন্য প্রত্যেকটি দেশের দূতাবাসে ভোট দেওয়ার ব্যবস্থা গ্রহণের জন্য নির্বাচন কমিশনের নিকট দাবি জানান আইনজীভী মনজিল মোরসেদ।

এছাড়া অবিলম্বে প্রবাসীদের স্বার্থে প্রবাসী ট্রাইব্যুনাল গঠনের জন্য আইন প্রণয়নের জন্য সরকারের কাছে দাবি জানানতিনি।

সেমিনারে আরও বক্তব্য রাখেন প্রবাসী অ্যাডভোকেট মো. আলী বাবুল, অ্যাডভোকেট আব্দুল হাই কাইয়ুম, সাংবাদিক আকিকুল ইসলাম ভূঁইয়া, অ্যাডভোকেট এম. এ. রশিদ প্রমুখ।

সেমিনার শেষে ২০২৫-২০২৭ সালের জন্য এইচআরপিবির নিউইয়র্ক শাখার নতুন কমিটি গঠন করা হয়। কমিটির সভাপতি হলেন এডভোকেট ম. জাকির মিয়া, সহ-সভাপতি অ্যাডভোকেট আব্দুল হাই কাইয়ুম, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সাইয়েদ মইন উদ্দিন জুনেল, সহ সম্পাদক অ্যাডভোকেট ইব্রাহিম লুদী, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুর রশিদ, প্রচার সম্পাদক রিনা আবেদিন, আইন সম্পাদক অ্যাডভোকেট তাহমিদা আক্তার সুইটি, কোষাধ্যক্ষ আক্তারুর রহমান মামুন, কার্যকরী সদস্যবৃন্দ মোঃ আব্দুর রহমান কিবরিয়া, অ্যাডভোকেট মোহাম্মদ সাইদুর রহমান, অ্যাডভোকেট আতিকুর রহমান সাবু, মহিউদ্দিন, অ্যাডভোকেট জয় আচার্য, অ্যাডভোকেট আজাদ আলী, আবুল কাশেম রাজু, অ্যাডভোকেট কুদরাতুন্নেসা, আজাদ আলী শিপু, আলতাফ হুসেইন।

ইএস/এমএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।