ঢাকা, শনিবার, ৬ পৌষ ১৪৩১, ২১ ডিসেম্বর ২০২৪, ১৮ জমাদিউস সানি ১৪৪৬

প্রবাসে বাংলাদেশ

বেইজিংয়ে বিজয় দিবস উদযাপিত

আইমান ওয়াহেদ, বেইজিং থেকে | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৪ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০১৪
বেইজিংয়ে বিজয় দিবস উদযাপিত

বেইজিং (চীন): যথাযোগ্য মর্যাদায় ও উৎসব মুখর পরিবেশে চীনের রাজধানী বেইজিংয়ে মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে।

বিজয় দিবস (১৬ ডিসেম্বর) উপলক্ষে মঙ্গলবার বেইজিংয়ের বাংলাদেশ দূতাবাসে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এতে চীনের বিভিন্ন প্রান্ত থেকে শতাধিক বাংলাদেশি অংশগ্রহণ করেন।

এদিন সকাল ১০টায় বাংলাদেশ দূতাবাসে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে বিজয় দিবসের অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শুরু হয়। জাতীয় পতাকা উত্তোলন করেন বেইজিংয়ে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এম. ফজলুল করিম। এরপর বিশেষ দোয়া মোনাজাত করা হয়।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে বিশিষ্টজনদের বাণী পাঠ করে শোনানো হয়।

অনুষ্ঠানের মুক্ত আলোচনা পর্বে বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তা ও কর্মচারীরা বক্তব্য রাখেন।

রাষ্ট্রদূত এম. ফজলুল করিম তার বক্তব্যে বাংলাদেশের মহান বিজয় দিবসের প্রেক্ষাপট তুলে ধরেন। তিনি তরুণ প্রজন্মকে সঠিক ইতিহাস জানার মাধ্যমে মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত হয়ে সোনার বাংলা গড়ার আহ্বান জানান।

অনুষ্ঠানে মুক্তিযুদ্ধভিত্তিক একটি চলচ্চিত্র দেখানো হয়। সব শেষে আগত অতিথিদের মধ্যে ঐতিহ্যবাহী বিরিয়ানি পরিবেশন করা হয়।

বাংলাদেশ সময়: ১০৪২ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।