ঢাকা: বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে সাসেক্স যুবলীগ।
গত বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) স্থানীয় ব্রাইস্টন রিভার স্পাইস রেষ্টুরেন্টে এ আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ফয়সল আম্বিয়া টিটুর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে সাসেক্স আওয়ামী লীগ নেতা ও কমিউিনিটি ব্যক্তিত্ব ফারুক আহমেদ এবং বিশেষ অতিথি হিসেবে বিশিষ্ট আইনজীবি ও আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট রমিজ উদ্দিন উপস্থিত ছিলেন।
কয়েছ আহমদের পরিচালনায় সভায় আরও বক্তব্য রাখেন মনিরুজ্জামান রয়েল, শাহ মিজান চৌধুরী, তাহিদ মিয়া কয়েছ, ফয়ছল আহমেদ, আনোয়ার হোসেন (ইকবাল), ফজলুল করিম, আছাদ আহমেদ, সুহেল আহমদ, সাহেদ আহমদ, কয়েছ আহমদ, হাসান খান, মো. শহীদ আহমদ ও আব্দুল মালিক প্রমুখ।
বাংলাদেশ সময়: ২১০৩ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১৪