ঢাকা, মঙ্গলবার, ১৭ আষাঢ় ১৪৩২, ০১ জুলাই ২০২৫, ০৫ মহররম ১৪৪৭

প্রবাসে বাংলাদেশ

বিজয় দিবস উপলক্ষে সাসেক্স যুবলীগের আলোচনা সভা

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:০৮, ডিসেম্বর ২০, ২০১৪
বিজয় দিবস উপলক্ষে সাসেক্স যুবলীগের আলোচনা সভা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে সাসেক্স যুবলীগ।

গত বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) স্থানীয় ব্রাইস্টন রিভার স্পাইস রেষ্টুরেন্টে এ আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

দলটির পক্ষ থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
 
ফয়সল আম্বিয়া টিটুর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে সাসেক্স আওয়ামী লীগ নেতা ও কমিউিনিটি ব্যক্তিত্ব ফারুক আহমেদ এবং বিশেষ অতিথি হিসেবে বিশিষ্ট আইনজীবি ও আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট রমিজ উদ্দিন উপস্থিত ছিলেন।

কয়েছ আহমদের পরিচালনায় সভায় আরও বক্তব্য রাখেন মনিরুজ্জামান রয়েল, শাহ মিজান চৌধুরী, তাহিদ মিয়া কয়েছ, ফয়ছল আহমেদ, আনোয়ার হোসেন (ইকবাল), ফজলুল করিম, আছাদ আহমেদ, সুহেল আহমদ, সাহেদ আহমদ, কয়েছ আহমদ, হাসান খান, মো. শহীদ আহমদ ও আব্দুল মালিক প্রমুখ।

বাংলাদেশ সময়: ২১০৩ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।