ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

প্রবাসে বাংলাদেশ

সুইডেন শাখা নির্মূল কমিটির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

আকতার এম, জামান, সুইডেন থেকে | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩০ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১৫
সুইডেন শাখা নির্মূল কমিটির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

সুইডেন: ঘাতক দালাল নির্মূল কমিটি সুইডেন শাখার ২৪তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে এবং শহীদ জননী জাহানারা ইমামের স্মরণে সুইডেনের রাজধানী স্টকহোমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।  
 
রোববার (১৮ জানুয়ারি) স্টকহোমের ব্রেদিং নেজলাস ক্যাফেতে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।


 
নির্মূল কমিটির সুইডেন শাখার সভাপতি আকতার এম, জামান এবং সাধারণ সম্পাদক তরুণ কান্তি চৌধুরীর উদ্যোগে এ সভার আয়োজিত হয়।  
 
সভায় নির্মূল কমিটির সুইডেন শাখার সভাপতি বলেন, যুদ্ধাপরাধের বিচারের দাবিতে ১৯৯২ সালের ১৯ জানুয়ারি দেশের ১০১ জন বিশিষ্ট নাগরিকের সমন্বয়ে গঠিত হয় এ কমিটি। গণ আদালত সৃষ্টি করে গোলাম আজমের মৃত্যুদণ্ড দেওয়ার মাধ্যমে একটা মাইলফলক সৃষ্টি করে তারা।  
 
সাধারণ সম্পাদক তরুণ কান্তি চৌধুরী বলেন, ইউরোপের বিভিন্ন দেশের নির্মূল কমিটি নেতারা প্রতি বছর কমপক্ষে দুইবার প্রতিনিধি সম্মেলনের আয়োজন করে ইউরোপে আন্দোলনের কৌশলপত্র প্রণয়ন করবেন এবং আইনপ্রণেতা ও গণমাধ্যমের সঙ্গে সংযোগ আরও নিয়মিত করবেন।
 
বক্তারা সংবিধানে মূল চেতনার বাস্তবায়ন ও সব জাতিসত্ত্বার সমঅধিকারের দাবি জানান।  
 
তারা বলেন, বাংলাদেশকে অসাম্প্রদায়িক রাষ্ট্র হিসেবে পরিচয় করাতে হলে বাহাত্তরের সংবিধানে ফিরে যাওয়ার কোনো বিকল্প নেই। তারা পলাতক খোকন রাজাকারকে বাংলাদেশে ফেরত পাঠানোর দাবি  জানান।
 
বাংলাদেশ সময়: ০৯৩০, জানুয়ারি ১৯, ২০১৫  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।