ঢাকা, সোমবার, ১৩ মাঘ ১৪৩১, ২৭ জানুয়ারি ২০২৫, ২৬ রজব ১৪৪৬

প্রবাসে বাংলাদেশ

বড় পর্দায় সুইজারল্যান্ড প্রবাসী নিজাম উদ্দীন

মোজাম্মেল হক মামুন, জেনেভা থেকে | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০১৫
বড় পর্দায় সুইজারল্যান্ড প্রবাসী নিজাম উদ্দীন

জেনেভা: প্রবাসের শত ব্যস্ততার মাঝেও সংস্কৃতি চর্চা করেন। সেই সুবাদে নাটক, টেলিছবিতে কাজ করেছেন।

এই ব্যস্ততার বৃত্তে থেকেই এবার বড় পর্দায় আলো ছড়াবেন সুইজারল্যান্ডের জেনেভা প্রবাসী নিজাম উদ্দীন। আপাদমস্তক সংস্কৃতিকর্মী নিজাম উদ্দীন চট্টগ্রামের ছেলে।

তিনি স্বপন আহমেদ’র পরিচালনায় ‘পরবাসিনী’ চলচ্চিত্রের একটি বিশেষ চরিত্রে অভিনয় করেছেন। সম্প্রতি চলচ্চিত্রটি সেন্সর বোর্ডে জমা পড়েছে। দেশের প্রথম সায়েন্স ফিকশনধর্মী চলচ্চিত্রটিতে নিজাম উদ্দীন ছাড়াও অভিনয় করেছেন ইমন, বাংলাদেশি বংশোদ্ভূত ভারতীয় শিল্পী রিত মজুমদার, সোহেল খান প্রমুখ।

বাংলাদেশের পাশাপাশি ভারতের কলকাতা, মুম্বাই, ফ্রান্স, সুইজারল্যান্ড, বেলজিয়াম, নেদারল্যান্ডস, জার্মানি ও  লুক্সেমবার্গের বিভিন্ন আকর্ষণীয় জায়গায় চলচ্চিত্রটির দৃশ্যধারণ করা হয়েছে।

শৈশব থেকেই নিজাম উদ্দীন সংস্কৃতির প্রতি দুর্বলতা অনুভব করেন। ১৯৯৩ সালে নবম শ্রেণিতে অধ্যয়নরত অবস্থায় তিনি যোগ দেন স্থানীয় থিয়েটার ‘গণআন্দোলন’-এ। সেই দলের হয়ে তিনি কাজ করেন ‘মাতৃভূমি’, ‘এবারের সংগ্রাম’ এবং ‘জনৈকের মহাপ্রয়াণ’সহ বিভিন্ন নাটকে। নিজাম উদ্দীন চট্টগ্রামের দৃষ্টান্ত আবৃত্তি সংসদে কিছুদিন প্রশিক্ষণ নেন। একইসঙ্গে অংশ নেন জেলার পেন্টোমাইম মুভমেন্টের মূকাভিনয়ে। মূলত সেখাই থেকেই অভিনয়ের প্রতি আগ্রহ জন্মে নিজাম উদ্দীনের। সেই দুর্বলতা তার কাটলো না সুদূর প্রবাসেও।

নিজাম উদ্দীন বলেন, ‘প্রিয় স্বদেশ ছেড়ে, প্রিয়জনদের ছেড়ে দূরে থাকার কষ্ট লাঘবে সংস্কৃতি চর্চা ও অভিনয় করি। ’

২০১২ সালে কিংবদন্তি কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের গল্প এবং রায়হান খান’র পরিচালনায় ‘যদি ভালো না লাগে তো দিও না মন’ টেলিছবির বিশেষ চরিত্রে অভিনয় করে ছোট পর্দায় নিজের যোগ্যতার প্রমাণ রাখেন নিজাম উদ্দীন। পরবর্তী সময়ে ‘হারিয়ে তোমাকে’ নাটকে অভিনয় করে বেশ প্রশংসিত হন।

বাংলাদেশ সময়: ২১০৪ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০১৫
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।