ঢাকা, রবিবার, ১২ মাঘ ১৪৩১, ২৬ জানুয়ারি ২০২৫, ২৫ রজব ১৪৪৬

প্রবাসে বাংলাদেশ

কাতারে মহসিন আলী স্মরণে দোয়া ও মিলাদ

আনোয়ার হোসেন মামুন, কাতার থেকে | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১২ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০১৫
কাতারে মহসিন আলী স্মরণে দোয়া ও মিলাদ ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: সদ্য প্রয়াত সমাজকল্যাণমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মহসিন আলী স্মরণে দোয়া ও মিলাদ মাহফিল করেছে ‘জালালাবাদ অ্যাসোসিয়েশন দোহা-কাতার’।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাতে কাতারের রাজধানী দোহায় নাজমা রমনা রেস্টুরেন্টে এ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।


 
সংগঠনের আহ্বায়ক নজরুল ইসলামের সভাপতিত্বে এবং আহমেদ মালেকের পরিচালনায় অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তৃতা করেন জালালাবাদ অ্যাসোসিয়েশনের সদস্য সচিব কপিল উদ্দিন, সৈয়দ আনা মিয়া, এনামুজামান, আলাউদ্দিন আহমদ, মাকসুদ আহমদ লেবু, আহমেদ জাহেদ, ওমর ফারুক চৌধুরী, এস এম ফরিদুল হক, ফয়েজ আহমেদ, সিরাজুল ইসলাম শাহিন, আবদুল হান্নান পান্না প্রমুখ।

নজরুল ইসলাম বলেন, বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মহসিন আলী ছিলেন গণমুখী রাজনীতির এক উজ্জ্বল নক্ষত্র। ৪১ বছরের রাজনীতির দীর্ঘ পথ পরিক্রমায় দুর্নীতির কলঙ্ক যাকে স্পর্শ করতে পারেনি, তিনি সমাজকল্যাণমন্ত্রী সৈয়দ মহসিন আলী। তিনি ছিলেন বৃহত্তর সিলেটের গর্ব। তার মৃত্যুতে বাংলাদেশের অনেক ক্ষতি হয়ে গেল।

কপিল উদ্দিন বলেন, সাদামাটা এক অসাধারণ ব্যক্তি ছিলেন মহসিন আলী। তার কাছ থেকে অচেনা মানুষরাও খালি হাতে ফিরতেন না। সংস্কৃতি ও খেলাধুলায় পৃষ্ঠপোষকতা করতেন তিনি। জীবনের প্রতিটি মুহূর্ত মানুষের মাঝে থেকেই উপভোগ করেছেন মহসিন আলী। তার জীবন ছিল খোলা বইয়ের মতো। তার মৃত্যুতে কাতারের সিলেটবাসী শোকাহত।

দোয়া ও মিলাদ মাহফিলের পরিচালনা করেন মাওলানা আলী আক্কাস।

বাংলাদেশ সময়: ১০১৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০১৫
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।