ঢাকা, শনিবার, ১০ মাঘ ১৪৩১, ২৫ জানুয়ারি ২০২৫, ২৪ রজব ১৪৪৬

প্রবাসে বাংলাদেশ

সুইডেন যুবদলের নতুন কমিটি ঘোষণা

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৪২ ঘণ্টা, অক্টোবর ৫, ২০১৫
সুইডেন যুবদলের নতুন কমিটি ঘোষণা

সুইডেন থেকে: অনেক জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে সুইডেন যুবদলের কমিটি ঘোষণা করা হয়েছে। নতুন কমিটিতে আমিন বিল্লালকে সভাপতি ও সাকিব হোসেনকে সেক্রেটারি করা হয়েছে।


 
রোববার (০৪ অক্টোবর) সুইডেন বিএনপির সাধারণ সম্পাদক মাসুদুল হক হিমু নতুন এ কমিটি অনুমোদন করেন।

কমিটির অন্য গুরুত্বপূর্ণ নেতারা হলেন- আতিকুর রহমান, তানভির হুসাইন, এখলাস খান, সাইদ, আখতার, মুজিব আলী প্রমুখ।

কমিটির বিষয়ে যোগাযোগ করা হলে সুইডেন বিএনপির সাধারণ সম্পাদক হিমু জানান, প্রবাসে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ঘোষিত কর্মসূচি বাস্তবায়ন ও বর্তমান সরকারের বিরুদ্ধে দেশ-বিদেশে গণআন্দোলন গড়ে তোলার লক্ষে উদ্যমী ও কর্মঠ যুবকদের সমন্বয়ে গঠিত এ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। পকেট কমিটি করে গুটি কয়েক লোক অনেকদিন ধরেই যুবদলের ক্ষতি করে এসেছে। তাই তৃণমূল থেকে বাছাই করে নেতৃত্ব গঠন করা হয়েছে।

বর্তমান সভাপতি বিল্লাল বাংলাদেশে দীর্ঘদিন রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। তিনি গাজীপুর জেলার ২৪ নং ওয়ার্ডের সাবেক ছাত্রদল সভাপতি ছিলেন।

বাংলাদেশ সময়: ০৮৪৩ ঘণ্টা, অক্টোবর ০৫, ২০১৫
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।