ঢাকা, শনিবার, ১০ মাঘ ১৪৩১, ২৫ জানুয়ারি ২০২৫, ২৪ রজব ১৪৪৬

প্রবাসে বাংলাদেশ

কাতারে স্বেচ্ছাসেবক-শ্রমিক ও কর্মজীবী দলের ঈদ পূণর্মিলনী

আনোয়ার হোসেন মামুন, কাতার করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭২১ ঘণ্টা, অক্টোবর ৩, ২০১৫
কাতারে স্বেচ্ছাসেবক-শ্রমিক ও কর্মজীবী দলের ঈদ পূণর্মিলনী ছবি: বাংলানিউজেটোয়েন্টিফোর.কম

দোহা (কাতার): কাতারে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল ও কর্মজীবী দলের যৌথ উদ্যোগে ঈদ পূণর্মিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

স্থানীয় সময় বৃহস্পতিবার (১ অক্টোবর) রাতে কাতারের রাজধানী দোহায় নাজমা সালিমার রেস্টুরেন্টে এই ঈদ পূণর্মিলনী ও আলোচনা সভার আয়োজন করা হয়।


 
স্বেচ্ছাসেবক দল কাতার শাখার সভাপতি শেখ হুমায়ুন কবিরের সভাপতিত্বে এবং সাইফুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেচ্ছাসেবক দল কাতার শাখার প্রধান উপদেষ্টা আবদুল খালেক।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি কাতার শাখার সিনিয়র নেতা অধ্যাপক এ কে এম আমিনুল হক কাজল।

অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন-শ্রমিক দল কাতার শাখার সভাপতি কাসেম পারভেজ, সিনিয়র সহ-সভাপতি জাহাঙ্গীর আলম ভূঁইয়া, সাধারণ সম্পাদক নরুল আমিন, কর্মজীবী দল কাতার শাখার সভাপতি হাবিবুর রাহমান, স্বেচ্ছাসেবক দল কাতার শাখার সাধারণ সম্পাদক সোলাইমান গনি, সাদিলুর রহমান সোহেল, আবু জাফর মিলন, মাহবুব রহমান, গোলাম সারোয়ার মিশু, মুনির উদ্দিন প্রমুখ।

শেখ হুমায়ুন কবির বলেন, অবৈধ এই সরকারের জুলুম নির্যাতনের কবল থেকে দেশ ও জাতিকে রক্ষা করার জন্য জাতীয়তাবাদী সরকারের বিকল্প নেই।

আবদুল খালেক সরকারের প্রতি হুশিয়ারী উচ্চারণ করে বলেন, মামলা-হামলা, জেল-জুলুম করে চলমান গণতান্ত্রিক আন্দোলন জব্দ করা যাবেনা, এক ব্যক্তির ইচ্ছাই গণতন্ত্র আজ ক্ষত-বিক্ষত দেশের সাধারণ মানুষের জান-মালের কোনো নিরাপত্তা নেই।

অধ্যাপক এ কে এম আমিনুল হক কাজল বলেন, সরকার একদিকে বিভাজনের রাজনীতির অবসানের কথা বলছে, অন্যদিকে পারস্পরিক বিদ্বেষমূলক বক্তব্য দিয়ে জাতীয় ঐক্য গড়ার পথে অন্তরায় সৃষ্টি করছে। ঐক্যের রাজনীতির সূচনা করতে দেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করার জন্য রাজনৈতিক দলগুলোর মধ্যে সংলাপ হওয়া প্রয়োজন।

কাসেম পারভেজ বলেন, জাতীয়তাবাদী আর্দশে উজ্জীবিত হয়ে দেশ-বিদেশের নেতাকর্মীদের মাধ্যমে খালেদা জিয়ার আন্দোলন-সংগ্রামকে বাস্তবায়িত ও সফল করতে হবে। বিশেষ করে বিদেশের মাটিতে থেকেও প্রবাসী বিএনপির নেতাকর্মীরা দেশ রক্ষার আন্দোলনে ভূমিকা রাখছেন। বর্তমান সময়ে দেশে মানুষের জান মালের নিরাপত্তা নেই। সব ধরনের অধিকার থেকে বঞ্চিত হয়ে মানুষ আজ নিরূপায় হয়ে অবৈধ এই সরকারের বিরুদ্ধে আন্দোলনের পথে অগ্রসর হচ্ছে।

বাংলাদেশ সময়: ০৭২১ ঘণ্টা, অক্টোবর ০৩, ২০১৫
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।