ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

প্রবাসে বাংলাদেশ

প্রধানমন্ত্রীর পুরস্কারপ্রাপ্তিতে ডেনমার্ক আ’লীগের আনন্দ

দেবেশ বড়ুয়া, ডেনমার্ক থেকে | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮১৮ ঘণ্টা, অক্টোবর ৭, ২০১৫
প্রধানমন্ত্রীর পুরস্কারপ্রাপ্তিতে ডেনমার্ক আ’লীগের আনন্দ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

কোপেনহেগেন: প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘের পরিবেশ বিষয়ক সর্বোচ্চ পুরস্কার ‘চ্যাম্পিয়ন অব দ্য আর্থ’ অর্জন করায় আনন্দ উত্সবের আয়োজন করেছে ডেনমার্ক আওয়ামী লীগ।  

পাশাপাশি শেখ হাসিনার ৬৯তম জন্মোৎসবও আয়োজন করা হয়।

 

ডেনমার্ক আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী মোল্লা লিঙ্কন ও সাধারণ সম্পাদক ড. বিদ্যুত বড়ুয়া প্রধানমন্ত্রীর লন্ডন সফরে উপস্থিত ছিলেন।

লন্ডনে প্রধানমন্ত্রীর অবস্থানরত হোটেল ক্লারিজে এক সংবর্ধনা অনুষ্ঠানে সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ গনি ডেনমার্ক আওয়ামী লীগের নতুন কমিটির সভাপতি মোহাম্মদ আলী মোল্লা লিঙ্কন ও সাধারণ সম্পাদক ড. বিদ্যু‍ৎ বড়ুয়াকে পরিচয় করিয়ে দেন।

অনুষ্ঠানে স্পিকার ড. শিরিন শারমিন চৌধুরী ও পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ আলী উপস্থিত ছিলেন।

আনন্দ উত্সবে উপস্থিত সবাই প্রধানমন্ত্রীর জন্য দোয়া করেন।

অনুষ্ঠানে মুঠোফোনে শুভেচ্ছা বক্তব্য রাখেন সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ  গনি, প্রধানমন্ত্রীর এপিএস সাইফুজ্জামান শিখর, যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারউজ্জামান চৌধুরী।

আনন্দ উত্সবে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহ-সভাপতি আ ন  ম আরিফ খালেক, ইকবাল মিঠু, জাহেদ চৌধুরী বাবু, জামাল  আহমেদ, সুমি দাশ, যুগ্ম সম্পাদক সাব্বির আহমেদ মুন্সী, সামি দাশ, জাহাঙ্গীর আলম, সাংগঠনিক সম্পাদক মানজুর আহমেদ লিমন, মোতালেব ভুইয়া, বোরহান উদ্দিন, মোহাম্মদ ইউসুফ হিল্লোল বড়ুয়া, আমির হোসেন, আবু সাইদ রবিন, রেজাউল হক, কাউসার আহমেদ সুমন, রেজাউল করিম, বেলাল হোসেন রুমি, তায়মুল শোয়েব, হুমায়ুন কবির রানা, শাহ আলম, সেতু আহমেদ, কবির আহমেদ, শাহজালাল পিন্টু, খাদিজা খাতুন মিনি, কোহিনুর আখতার মুকুল, ডা. অমিত কুমার রায়, শামসুল আলম চৌধুরী, সাফিউল সাফী, আব্দুল্লাহ আল জাহিদ, আবু আশরাফ মোহাম্মদ সাইফুল্লাহ, নিহারুল ইসলাম রুম্মান, মোহাম্মদ রাব্বী, কচি মিয়া, রাশেদুল হাসান রুবেল, সুমন দাশ, বদিউজাম্মান শান্ত, মাহফুজুর রহমান নয়ন, এ কিউ এম হ্যাপী, সবুজ মল্লিক, অধ্যাপক টুটুল, জামাল আহমেদ সোহাগ, শাহীন মিয়া, মোকলেসুর রহমান, পরাগ পারিয়াল, দীপঙ্কর পাল, সুজন সাহা, দেবাশিস বড়ুয়া, মোহাম্মদ নাজমুল, মোহাম্মদ আরাফাত, শামসুদ্দিন  ইয়াকিন, সৈয়দ পাভেল, নাসির রানা, প্রত্যয় সাহা, কাজী হামিদ, রাইসুল রাহান, মোহাম্মদ শহীদ, মিজানুর রহমান, সুমন বিশ্বাস, কানাই  পোদ্দার, মাইনুল হাসান, হুমায়রা আখতার জাসিয়া, লিন্ডা হাসান, জাহেদুর রহমান, অমিত বড়ুয়া, মাকসুদুল হাসান প্রমুখ।

বাংলাদেশ সময়: ০৮১১ ঘণ্টা, অক্টোবর ০৭, ২০১৫
এসএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।