ঢাকা, শুক্রবার, ৯ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

প্রবাসে বাংলাদেশ

সর্ব ইউরোপিয়ান আ.লীগের জেলহত্যা দিবসের সভা

ডেস্ক নিউজ | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৫১ ঘণ্টা, নভেম্বর ৫, ২০১৫
সর্ব ইউরোপিয়ান আ.লীগের জেলহত্যা দিবসের সভা

ঢাকা: জাতীয় চার নেতা হত্যা দিবস উপলক্ষে সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (০৩ নভেম্বর) নেদারল্যান্ডসের হেগ শহরে সুইট স্পিস রেস্টুরেন্টে এ সভা অনুষ্ঠিত হয়।



সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের সভাপতি অনিল দাশগুপ্তের সভাপতিত্বে সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক এম এ গনি।

অনিল দাশগুপ্ত তার বক্তব্যে বলেন, শেখ হাসিনা যখন বাংলাদেশকে উন্নয়ন ও সুশাসনের মাধ্যমে বিশ্ব দরবারে হাজির করেছেন। তখন বিএনপি-জামায়াত অপশক্তি রাহুগ্রাস করতে চায়।

এম এ গনি বলেন, বঙ্গবন্ধু ও চার নেতাকে হত্যা করে বাঙালি জাতির ভাগ্য ও উন্নয়নকে পিছিয়ে দেওয়া হয়েছে। বর্তমানে বাঙালি জাতির সম্পদ হচ্ছে বঙ্গবন্ধুর দুই কন্যা শেখ হাসিনা ও শেখ রেহানা।   আমাদের ঐক্যবদ্ধ হয়ে দেশের জন্য কাজ করতে হবে।

যুক্ত্যরাজ্য আওয়ামী লীগের সভাপতি সুলতান শরীফ বলেন, আর যেন চার নেতা হত্যার মতো ঘটনা ঘটতে না পারে সেজন্য চোখ-কান খোলা রাখতে হবে।

সভায় আরো বক্তব্য রাখেন, যুক্ত্যরাজ্য আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারজ্জামান  চৌধুরী, সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের  যুগ্ম সাধারণ সম্পাদক এম নজরুল ইসলাম  হাসনাত মিয়া, নেদারল্যান্ডস আওয়ামী লীগের সভাপতি মায়ীদ ফারুক ও সাধারণ সম্পাদক মোস্তফা জামান, যুগ্ম সাধারণ সম্পাদক মুরাদ খান, জার্মান আওয়ামী লীগের সভাপতি বশিরুল হক সাবু, ফ্রান্স আওয়ামী লীগের এম নাজিম উদ্দিন, সভাপতি বেনজির আহমেদ সেলিম ও সাধারণ সম্পাদক  মো আবুল  কাশেম, ডেনমার্ক আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী মোল্লা লিংকন ও সাধারণ সম্পাদক ড. বিদ্যু‍ৎ বড়ুয়া, ইতালি আওয়ামী লীগের সভাপতি  ইদ্রিস ফারাজী ও সাধারণ সম্পাদক হাসান ইকবাল, যুগ্ম  সাধারণ সম্পাদক এম এ  রব মিন্টু, স্পেন আওয়ামী লীগের সভাপতি শাকিল খান পান্না, পর্তুগাল আওয়ামী লীগের সাবেক সভাপতি রাফীক উল্লাহ, সহসভাপতি মহসীন হাবিব ভূঁইয়া,  যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম বাবলু, বেলজিয়াম   আওয়ামী লীগের সভাপতি বজলুর রশিদ বুলু, শহীদুল হক,  সাধারণ সম্পাদক পলিন মনির, সুইডেন আওয়ামী লীগের সভাপতি গোলাম আম্বিয়া ঝন্টু ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির, সহসভাপতি ড. ফরহাদ আলী খান, রানা খান, আয়ারল্যান্ড আওয়ামী লীগের রফিক খান, গ্রিস আওয়ামী লীগের মান্নান মাতব্বর, যুক্ত্যরাজ্য যুবলীগের সভাপতি ফকরুল ইসলাম মধু ও সাধারণ সম্পাদক সেলিম আহমেদ খান, সুইডেন যুবলীগের সভাপতি মিজানুর রহমান ও সাধারণ সম্পাদক যোবায়দুল হক সবুজ, ডেনমার্ক ছাত্রলীগের সভাপতি ইফতেখার সম্রাট প্রমুখ।

বাংলাদেশ সময়: ০৭৪৯ ঘণ্টা, নভেম্বর ০৫, ২০১৫
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।