ঢাকা, শুক্রবার, ৯ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

প্রবাসে বাংলাদেশ

কাতারে জেলহত্যা দিবসে আলোচনা সভা

কাতার করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৫ ঘণ্টা, নভেম্বর ৯, ২০১৫
কাতারে জেলহত্যা দিবসে আলোচনা সভা

কাতার: জেলহত্যা দিবসে দোয়া মাহফিল ও আলোচনা সভা করেছে আওয়ামী লীগ কাতার শাখা।

স্থানীয় সময় শুক্রবার (৬ নভেম্বর) রাতে কাতারের রাজধানী দোহা নাজমা হৈ চৈ রেস্টুরেন্টে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।



সংগঠনের সভাপতি ওমর ফারুক চৌধুরীর সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক রাসেদুল হাসান সুমনের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন- সাধারণ সম্পাদক আবু রাইহান, সিনিয়র সহ-সভাপতি আহসান ভূঁইয়া, সহ-সভাপতি জসিম উদ্দিন, সহ-সভাপতি কাজী হাসান বিল্লাহ, যুগ্ম সাধারণ সম্পাদক রুহুল আমিন, সাংগঠনিক সম্পাদক মো. জামাল, যুবলীগ কাতার শাখার সিনিয়র সহ-সভাপতি কাজী আশরাফ হোসাইন, যুবলীগ কাতার শাখার সাধারণ সম্পাদক ফয়েজ আহমেদ, যুবলীগ কাতার শাখার যুগ্ম সাধারণ সম্পাদক শাহ আলম, জাতীয় শ্রমিক লীগ কাতার শাখার প্রধান উপদেষ্টা বাবু মনরঞ্জন শাহা, জাতীয় শ্রমিক লীগ কাতার শাখার সাধারণ সম্পাদক আরিফুর রহমান জিন্নাত, মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগ কাতার শাখার সাধারণ সম্পাদক মালেক আহমেদ, জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ কাতার শাখার সভাপতি ইসমাইল হোসেন, জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ কাতার শাখার সাধারণ সম্পাদক তৌফিক এলাহি চৌধুরী, জালালাবাদ অ্যাসোসিয়েশনের সদস্য সচিব কপিল উদ্দিন প্রমুখ।
 
অনুষ্ঠান শেষে বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতাসহ দেশ, জাতি, মুসলিম উম্মাহর সুখ-শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

বাংলাদেশ সময়: ১২৩৫ ঘণ্টা, নভেম্বর ০৯, ২০১৫
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।