ঢাকা, বৃহস্পতিবার, ৮ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

প্রবাসে বাংলাদেশ

কাতারে বিজয় দিবসের আলোচনা সভা

কাতার প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৩ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১৫
কাতারে বিজয় দিবসের আলোচনা সভা

কাতার: কাতারে মহান বিজয় দিবস উপলক্ষে গোপালগঞ্জ জেলা সমিতি উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৯ ডিসেম্বর) স্থানীয় সময় রাতে কাতারের রাজধানী দোহা জেদিদ ঢাকা রেস্টুরেন্টে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।



এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি হাসিবুর রহমান। শফিকুল আলম তুতুর পরিচালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সর্ব ইউরোপীয় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম আনোয়ার গনি।

সভায় বক্তব্য রাখেন- সংগঠনটির সাধারণ সম্পাদক বোরহান উদ্দিন মোল্লা, সহ-সভাপতি লিটন খান, যুগ্ম সাধারণ সম্পাদক রুহুল আমিন, প্রচার সম্পাদক শেখ হাসিবুর রহমান প্রমুখ।

অনুষ্ঠান শেষে বঙ্গবন্ধু ও ১৯৭১ সালের বীর শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

বাংলাদেশ সময়: ২০১৩ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১৫
ওএইচ/এসএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।