ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

প্রবাসে বাংলাদেশ

কাতারে বিজনেস কনফারেন্স অনুষ্ঠিত

আনোয়ার হোসেন মামুন, কাতার থেকে: | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৭ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০১৫
কাতারে বিজনেস কনফারেন্স অনুষ্ঠিত ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

দোহা: কাতারে সেন্টার ফর ননরেসিডেন্ট বাংলাদেশি’র (এনআরবি) আয়োজনে এক বিজনেস কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) রাতে কাতারের রাজধানী দোহা-বিন মোহাম্মদ গালফ প্যারাডাইস হোটেল মিলনায়তনে এ কনফারেন্স অনুষ্ঠিত হয়।



এনআরবি’র প্রেসিডেন্ট এম এস সেকিল চৌধুরীর সভাপতিত্বে ও কাতার বাংলাদেশ স্কুল অ্যান্ড কলেজের অধ্যাপক গোলাম ফারুক সিদ্দিকের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে কোরআন থেকে তেলওয়াত করেন ডা. মাজহারুল ইসলাম।

কনফারেন্সে বক্তব্য রাখেন কাতারে নবনিযুক্ত বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত আসুদ আহমেদ, শ্রম কাউন্সিলর ড. সিরাজুল ইসলাম, কাউন্সিলর কাজী জাবেদ ইকবাল, কাতার জালালাবাদ অ্যাসোসিয়েশনের সভাপতি শামসুউদ্দিন খান সুফি, কাতার ননরেসিডেন্ট বাংলাদেশি বিজনেস অ্যাসোসিয়েশনের সভাপতি শাহজাহান সাজু, সিনিয়র সহ-সভাপতি আবদুল মতিন পাটোয়ারী, প্রধান উপদেষ্টা সালাউদ্দিন আহমেদ, আওয়ামী লীগ কাতার শাখার সভাপতি সফিকুল ইসলাম প্রধান, বঙ্গবন্ধু পরিষদ কাতার শাখার সভাপতি ইসমাইল মিয়া,‍ বঙ্গবন্ধু পরিষদ কাতার শাখার সাবেক সাধারণ সম্পাদক এম এ বাকের, বিএনপি নেতা মুকবুল আহমেদ, বিএনপি নেতা মীর হোসেন, কাতার বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডা. আনোয়ার, সাংবাদিক এ কে এম আমিনুল হক, আনোয়ার হোসেন মামুন, যুবনেতা ওলিদ আহমেদ সেলিম, মো. তমাল, মো. হান্নান প্রমুখ।

বক্তারা বলেন, প্রবাসীদের যে কোনো সমস্যা নিরসনে সেন্টার ফর এনআরবি ও কাতার ননরেসিডেন্ট বাংলাদেশি বিজনেস অ্যাসোসিয়েশন এক সঙ্গে কাজ করতে প্রস্তুত। বাংলাদেশে বিনিয়োগকারী হিসেবে তাদের পছন্দ মতো জোন খুঁজে নিয়ে কাজ করতে পারেন প্রবাসীরা।

কাতার প্রবাসীরা বাংলাদেশের অর্থনীতিতে একটি শক্তিশালী বিনিয়োগ জোন তৈরি করবেন বলেও প্রত্যয় ব্যক্ত করেন তারা।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ দূতাবাসের শ্রম প্রথম সচিব রবিউল ইসলাম, বাংলাদেশ দূতাবাসের দ্বিতীয় সচিব নাজমুল হক, সাংবাদিক পরিমল চন্দ্র দাস, হারুনুর রশিদ মৃধা প্রমুখ।

বাংলাদেশ সময়: ১১১৪ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০১৫
টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।