ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

প্রবাসে বাংলাদেশ

সুইডেনে স্বেচ্ছাসেবক লীগের আলোচনা সভা

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৭ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৬
সুইডেনে স্বেচ্ছাসেবক লীগের আলোচনা সভা

ঢাকা: ১০ জানুয়ারি বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে স‍ুইডেন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১১ জানুয়ারি) এক সংবাদবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।



এতে বলা হয়, সভায় প্রধান অতিথি ছিলেন সুইডেন আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি ও উপদেষ্টা কমিটির চেয়ারম্যন শামসুদ্দিন খেতু মিয়া।

আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সুইডেন শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল মুহিত টুটুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সুইডেন আওয়ামী লীগের সহ-সভাপতি আকতার এম জামান ও ড. ফরহাদ আলী খান, প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ওবায়দুল হক, খলিলুর রহমান, মাসুদ খান ও সাংগঠনিক সম্পাদক খালেদ চৌধুরী প্রমুখ।

আয়োজক সংগঠনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আনিস হাসান তপনের সঞ্চালনায় আওয়ামী লীগ নেতা লাভলু মনোয়ার, নাজমুল খান, সুইডেন যুবলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক, ছাত্রলীগ সুইডেন শাখার সভাপতি আন্নাদুজ্জামান কাজল ও সাধারণ সম্পাদক তানজিল ইসলাম, শেখর দেব, কাজী মিরাজ, শফিকুল আলম লিটন, সোহেল আহমেদ, সেলিম সারোয়ার, ড. তামান্না হোসেন খান, সাইফুল ইসলাম দুলাল, শ্যামল দত্ত, হেলাল, মুশিবুর রহমান মামুন, রাজিব হাসান রাসেল, আরিফ হোসেন সুমন, ফয়সাল গালিব নাফি, রাহিদ আহমেদ সুমন, নাভান আব্দুল্লাহ, পলাশ পাল, নিকি আহমেদ প্রমুখ বক্তব্য দেন।

বাংলাদেশ সময়: ২০০৭ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৬
এমএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।