ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

প্রবাসে বাংলাদেশ

কাতার প্রবাসী ব্যবসায়ীর মায়ের মৃত্যুতে শোকসভা

কাতার করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৬ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৬
কাতার প্রবাসী ব্যবসায়ীর মায়ের মৃত্যুতে শোকসভা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

কাতার: কাতার প্রবাসী বিশিষ্ট ব্যবসায়ী সংগঠন ‘মেলা চট্টগ্রাম’র উপদেষ্টা মো. ইলিয়াস মিয়ার মায়ের মৃত্যুতে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৯ জানুয়ারি) স্থানীয় সময় রাতে কাতারের রাজধানী দোহা নাজমা রমনা রেস্টুরেন্টে এ শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।



মেলা চট্টগ্রামের সভাপতি মেজবাউল করিম বাবলার সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন কাজলের পরিচালনায় কোরআন হাদিসের উপর আলোচনা করেন মাওলানা মো. জমিরউদ্দিন।

শোক সভায় বক্তব্য রাখেন- সাধারণ সম্পাদক নাছির উদ্দিন ও যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুর রহমান।

এছাড়াও উপস্থিত ছিলেন- মেলা চট্টগ্রামের উপদেষ্টা মো. ইলিয়াস মিয়া, মো. মুসা, সফিক বাবু, মো. ফোরকান, ইসমাইল মুনছুর, মো. মুসা মিয়াজি, মো. জাফর, ইমতিয়াজ টিপু, ওমর ফারুক, মো. সাহেদ, ইউসুফ নবী, জাহেদুল ইসলাম, শাহাদাত হোসেন প্রমুখ।

দেশ, জাতি ও মুসলিম উম্মাহের সুখ-শান্তি এবং ইলিয়াস মিয়ার মায়ের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত পরিচালনা করেন মাওলান ইউসুফ নুর।

বাংলাদেশ সময়: ১৯০৬ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৬
ওএইচ/এসএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।