ঢাকা, শনিবার, ১০ মাঘ ১৪৩১, ২৫ জানুয়ারি ২০২৫, ২৪ রজব ১৪৪৬

প্রবাসে বাংলাদেশ

ইস্তাম্বুলে বঙ্গবন্ধুর জন্মদিন উদযাপন

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩২ ঘণ্টা, মার্চ ১৯, ২০১৬
ইস্তাম্বুলে বঙ্গবন্ধুর জন্মদিন উদযাপন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: তুরস্কের ইস্তাম্বুলে উদযাপিত হয়েছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৬তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস।

এ উপলক্ষে বৃহস্পতিবার (১৭ মার্চ) ইস্তাম্বুলে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল কার্যালয়ে এক আলেচনা সভা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়।



ভাইস কনসাল মো. মাহবুবুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে কনস্যুলেট জেনারেলের কর্মকর্তা-কর্মচারী, ইস্তাম্বুলে বসবাসরত প্রবাসী বাংলাদেশি ও উচ্চশিক্ষারত শিক্ষার্থীরা যোগ দেন।

চিত্রাঙ্কন প্রতিযোগিতার আগে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন কনসাল জেনারেল এফ. এম. বোরহান উদ্দিন। তিনি মানুষের মুক্তির সংগ্রামে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবিস্মরণীয় অবদানের কথা স্মরণ করেন।

এফ. এম. বোরহান উদ্দিন বলেন, বঙ্গবন্ধুর দূরদর্শী নেতৃত্বে ১৯৭১ সালে বাংলাদেশ একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে।

তিনি এ দিবসে জাতির জনকের আদর্শ, আত্মত্যাগ, দৃঢ়তা ও দেশপ্রেম থেকে অনুপ্রাণিত হয়ে নিজেদের জীবন গঠনের জন্য শিশুদের প্রতি আহবান জানান। পাশাপাশি শিশুদের সুস্বাস্থ্য ও সুশিক্ষা নিশ্চিত করার জন্য অভিভাবকদের প্রতি আহবান জানান।

আলোচনা শেষে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিশুদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। প্রতিযোগিতায় বিজয়ী হয় সাত জন। এদের মধ্যে এনেস ইসলাম, মেরভে ইসলাম, অন্তর নারায়ণ চৌধুরী, দেবানী চৌধুরী প্রমুখ কনসাল জেনারেলের হাত থেকে পুরস্কার গ্রহণ করে।
 
অনুষ্ঠান শেষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৯৫২ সালের ভাষা আন্দোলন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ ও ১৫ আগস্ট ১৯৭৫ সালের শহীদদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।

বাংলাদেশ সময়: ২১৩৪ ঘণ্টা, মার্চ ১৯, ২০১৬
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।