কাতার: কাতারে যথাযোগ্য মর্যাদায় যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত হয়েছে।
শনিবার (২৬ মার্চ) স্থানীয় সময় সকাল ৯টায় কাতারে বাংলাদেশ দূতাবাস প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিনের কর্মসূচির উদ্বোধন করেন রাষ্ট্রদূত আসুদ আহমেদ।
জাতীয় পতাকা উত্তোলন শেষে মুক্তিযুদ্ধে নিহত শহীদদের মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন সৈয়দ আকতার হোসেন।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন রাষ্ট্রদূত আসুদ আহমেদ ও সভা পরিচালনা করেন বাংলাদেশ দূতাবাসের দ্বিতীয় সচিব নাজমুল হক।
আলোচনা সভার শুরুতে কোরআন থেকে তেলওয়াত করেন আব্দুল জলিল। এর পর মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে পালন করা হয় এক মিনিটের নীরবতা।
এরপর রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী পাঠ করে শোনান যথাক্রমে রাষ্ট্রদূত আসুদ আহমেদ, শ্রম কাউন্সিলর ড. সিরাজুল ইসলাম, কাউন্সিলর কাজী জাবেদ ইকবাল ও শ্রম প্রথম সচিব রবিউল ইসলাম।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, কাতারস্থ বাংলাদেশ স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. জসিম উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা আবু তালেব, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ মুসা, বীর মুক্তিযোদ্ধা ওমর ফারুক চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা শামসুউদ্দিন মন্ডল, বীর মুক্তিযোদ্ধা খালিকুর রহমান, নজরুল ইসলাম সিসি, ইসমাইল মিয়া, নুরুল আলম, মুখলেসুর রহমান, সফিক বাবু, ইঞ্জিনিয়ার আবু রাইহান, আহমেদ রিয়াজ, নুর মোহাম্মদ, আব্দুল মতিন, আক্তার ফারুক প্রমুখ।
রাষ্ট্রদূত আসুদ আহমেদ তার বক্তব্য গভীর শ্রোদ্ধার সঙ্গে স্মরণ করেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মুক্তিযুদ্ধে নিহত সব শহীদদের।
অনুষ্ঠানে কাতারস্থ বাংলাদেশ কমিউনিটি ও বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, ব্যবসায়ী সংগঠন, প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন ।
বাংলাদেশ সময়: ২০২৮ ঘণ্টা, মার্চ ২৬, ২০১৬
এমজেএফ