ঢাকা, সোমবার, ১৩ মাঘ ১৪৩১, ২৭ জানুয়ারি ২০২৫, ২৬ রজব ১৪৪৬

প্রবাসে বাংলাদেশ

লিবিয়ায় স্বাধীনতা দিবস উদযাপন

শায়মা জাহান তিথি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৭ ঘণ্টা, মার্চ ২৭, ২০১৬
লিবিয়ায় স্বাধীনতা দিবস উদযাপন

লিবিয়া, ত্রিপলি থেকে: লিবিয়ায় অবস্থিত বাংলাদেশ কমিউনিটি স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণ ও বাংলাদেশ দূতাবাসের আয়োজনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করা হয়েছে।

দিবসটি উপলক্ষে শনিবার (২৬ মার্চ) স্থানীয় সময় বিকেল ৪টায় কোরান তেলাওয়াত, জাতীয় সংগীত ও কেক কেটে লিবিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল মো. শাহিদুল হক, পিএসসি (অব.) অনুষ্ঠানের উদ্বোধন করেন।

অনুষ্ঠানে দেশাত্মবোধক গান, একক গান এবং নৃত্য পরিবেশিত হয়।

এছাড়া অনুষ্ঠানে সামিনা চৌধুরীর গাওয়া ‘একাত্তরের বীর বাহিনীর আমি একজনা’র সঙ্গে একজন মুক্তিযোদ্ধার পরিবারের প্রতি পাকিস্তানি মিলিটারির অত্যাচার প্রদর্শনপূর্বক একটি করুণ কাহিনী দৃশ্যায়িত হয়।

এসময় উপস্থিত ছিলেন রাষ্ট্রদূতের কাউন্সিলর (শ্রম) আ স ম আশরাফুল ইসলাম, কাউন্সিলর (রাজনৈতিক) মোহাম্মদ মোজাম্মেল হক, প্রথম সচিব (শ্রম) মো. আলম মোস্তফা, বাংলাদেশ কমিউনিটি স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ, শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক এবং লিবিয়ায় অবস্থানরত বাংলাদেশিরা।

এর আগে শুক্রবার (২৫ মার্চ) বাংলাদেশ দূতাবাস এবং কমিউনিটি স্কুল অ্যান্ড কলেজের যৌথ উদ্যোগে স্কুল প্রাঙ্গণে স্বাধীনতা দিবস উপলক্ষে মেলার আয়োজন করা হয়।

এছাড়াও প্রবাসী বাংলাদেশিদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। নাচে-গানে দর্শকদের মাতিয়ে তুলে স্কুল প্রাঙ্গণকে বাংলাদেশে পরিণত করেছিলেন দেশপ্রেমী প্রবাসীরা।

লিবিয়ায় চলমান নৈরাজ্যকর পরিস্থিতির মাঝেও বাংলাদেশ দূতাবাস কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে স্বাধীনতা দিবসের আয়োজন করে যে দেশপ্রেমের পরিচয় দিয়েছে, তা সত্যিই অতুলনীয়।

বাংলাদেশ সময়: ১০৩৬ ঘণ্টা, মার্চ ২৭, ২০১৬
ওএইচ/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।