ঢাকা: ঐতিহাসিক মুজিবনগর দিবস স্মরণে ১৭ এপ্রিল বিকেলে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনার প্যান এশিয়ায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অস্ট্রিয়া আওয়ামী লীগ আয়োজিত এই আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি খন্দকার হাফিজুর রহমান নাসিম।
বক্তব্য রাখেন সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক, অস্ট্রিয়া প্রবাসী মানবাধিকার কর্মী-লেখক-সাংবাদিক এম নজরুল ইসলাম, মুক্তিযোদ্ধা সংসদ অস্ট্রিয়া ইউনিট কমান্ডের কমান্ডার বায়জীদ মীর, অস্ট্রিয়া আওয়ামী লীগের সহ-সভাপতি আকতার হোসেন, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম কবির, যুগ্ম-সাধারণ সম্পাদক শাহ কামাল প্রমুখ।
নজরুল ইসলাম বলেন, ‘১৭ এপ্রিল, আমাদের স্বাধীনতা অর্জনের পথে একটি ঐতিহাসিক দিন। এই দিনটিসহ আমাদের মুক্তিসংগ্রামের ইতিহাসের মাইলফলক ঘটনা ও দিবসগুলোকে যথাযথ মর্যাদায় স্মরণ, তাৎপর্য অনুধাবন এবং নতুন প্রজন্মের কাছে উপস্থাপনের মাধ্যমেই উদ্ভাসিত হবে সঠিক ইতিহাস, মূল্যায়িত হবেন জাতির প্রকৃত নায়করা।
বাংলাদেশ সময়: ১৫১৭ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০১৬
এসএস/আরআই