ঢাকা, শুক্রবার, ১৭ কার্তিক ১৪৩১, ০১ নভেম্বর ২০২৪, ২৮ রবিউস সানি ১৪৪৬

প্রবাসে বাংলাদেশ

আলবার্টায় দাবানলে আতঙ্কে বাংলাদেশিরা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৩৯ ঘণ্টা, মে ৫, ২০১৬
আলবার্টায় দাবানলে আতঙ্কে বাংলাদেশিরা ছবি: সংগৃহীত

আলবার্টা (কানাডা): কানাডার আলবার্টার ফোর্ট ম্যাকমেরিতে ছড়িয়ে পড়ছে সর্বনাশা  দাবানল। এরইমধ্যে ওই অঞ্চলের ১০ হাজার হেক্টর ছাড়িয়ে গেছে।

তাই চরম আতঙ্কে আছেন ওই এলাকায় বসবাস করা বাংলাদেশি প্রবাসীরা।

সংশ্লিষ্টরা বলছেন, দাবানল ছড়িয়ে পড়া অঞ্চলে বসবাসকারী অধিবাসীরা প্রাণ ভয়ে নিরাপদ আশ্রয়ের সন্ধানে ছুটছেন। তবে দাবানল নিয়ন্ত্রণে রাখতে চেষ্টা চালিয়ে ফায়ার কর্মীরা।

এদিকে জননিরাপত্তাকে অগ্রাধিকার দিয়ে জরুরি অবস্থা জারি করেছে আলবার্টা প্রাদেশিক সরকার। বাধ্যতামূলক উদ্বাসন প্রভাবে রয়েছেন প্রায় ৮০ হাজার মানুষ।

অধিবাসীদের বাড়িতে ফিরে যাওয়ার পরিবেশ তৈরির আগ পর্যন্ত কমিউনিটি হিসেবে বাঙালি পরিবারগুলোকে সহায়তা করার উদাত্ত আহ্বান জানিয়েছে বাংলাদেশ প্রেসক্লাব অব আলবার্টা।

বাংলাদেশ প্রেসক্লাব অব আলবার্টার আহ্বানে সাড়া দিয়ে কমিউনিটি সংগঠনগুলো সক্রিয় সহায়তার আশ্বাস দিয়েছেন।  

তাদের সঙ্গে যোগাযোগের ঠিকানা- এডওয়ার্ড মন্ডল, ভারপ্রাপ্ত সভাপতি বাংলাদেশ হেরিটেজ সোসাইটি অব আলবার্টা (ফোন নম্বর- ৭৮০-২২৪ ৯৪৩৬) সাজ্জাদ খন্দকার, সভাপতি বাংলাদেশ কানাডা এসোসিয়েশন অব এডমন্টন (ফোন নম্বর- ৭৮০-৮০২ ৬৫৬৪), আহসান উল্লাহ, সভাপতি, এমজেএমএফ বাংলাদেশ স্পোষ্টস ক্লাব (ফোন নম্বর- ৭৮০-৭০৯ ৭৩৩৭) এবং  আনাম, বাংলাদেশ প্রেসক্লাব অব আলবার্টা (ফোন নম্বর-৭৮০-৮০৭ ৯৯৩৩)

বাংলাদেশ সময়: ০৬২৯ ঘণ্টা, মে ০৫, ২০১৬
এমএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।