ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

প্রবাসে বাংলাদেশ

ইতালি প্রবাসী বাংলাদেশিদের বিশ্ব নারী দিবস পালন

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৭ ঘণ্টা, মার্চ ৯, ২০১৭
ইতালি প্রবাসী বাংলাদেশিদের বিশ্ব নারী দিবস পালন মহিলা সংস্থা ইতালি আয়োজিত বিশ্ব নারী দিবসের আলোচনা

নারী এখন আর সমাজের অবহেলিত নয়, নারী  শুধু অহেতুক ভাবে ঘরে বসে লাঞ্ছনা আর নির্যাতন সহ্য করবে না। সমাজে পুরুষের পাশাপাশি নারীরাও আজ স্বাবলম্বী । বাংলাদেশ সহ সারা বিশ্বে নারীরা  পাল্লা দিয়ে কাজ করছে।

গত ৮ই মার্চ মহিলা সংস্থা ইতালি আয়োজিত বিশ্ব নারী দিবসের আলোচনায় বক্তারা এসব কথা বলেন।  

তারা বলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী ,বিরোধীদলীয় নেএী, সাবেক প্রধানমন্ত্রী ,স্পিকার ছাড়াও রয়েছেন একাধিক  নারী মন্ত্রী ।

আজ বিশ্বে মর্যাদার সাথে নারী মাথা উচু করে বলতে পারে আমি নারী আমি কোন অবহেলার জন্য নই। সারা বিশ্বে নারীর জয়জয়কার।
 
ইতালীর রাজধানী রোমের তরপিনাত্তারায় বাংলা পাঠশালার হলরুমে সংগঠনের সভাপতি শান্তা সিকদারের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক সৈয়দা মাসুদা আকতার আরিফা ও লিটা ডি সিলভার পরিচালনায় এই আলোচনা অনুষ্ঠিত হয়।  

এতে প্রধান অতিথি ছিলেন  বাংলাদেশ দূতাবাসের কাউন্সিলর ইরিন আফরোজ ও বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ বেতারের শিল্পি নাসরিন রহমান।  

এ সময় আরো বক্তব্য রাখেন ইতালী মহিলা আওয়ামীলীগের সভাপতি ইয়াসমীন আক্তার রুজী, সাধারণ সম্পাদিকা নয়না আহমেদ সহ সংস্থার নেতৃবৃন্দ।  

বাংলাদেশ সময় ০১২২ ঘণ্টা, মার্চ ১০, ২০১৭
এমএমকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।