ঢাকা, বৃহস্পতিবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৮ এপ্রিল ২০২৪, ০৮ শাওয়াল ১৪৪৫

প্রবাসে বাংলাদেশ

জাফর ইকবালের ওপর হামলায় অস্ট্রেলিয়ায় মানববন্ধন

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৩৬ ঘণ্টা, মার্চ ৪, ২০১৮
জাফর ইকবালের ওপর হামলায় অস্ট্রেলিয়ায় মানববন্ধন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সিডনি থেকে: অস্ট্রেলিয়ায় বাংলাদেশের বুদ্ধিজীবী, কলামিস্ট ও জনপ্রিয় লেখক অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবালের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

ছবি: বাংলানিউজস্থানীয় সময় রোববার (৪ মার্চ) বিকেল ৫টার দিকে অস্ট্রেলিয়ার সিডনির লাকেম্বার রেলওয়ে প্যারেডে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

সাংবাদিক হাসান তারেকের সভাপতিত্বে মানববন্ধনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- সাবেক কাউন্সিলর প্রবীর মৈত্র, অস্ট্রেলিয়া আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ড. আবুল হাসনাৎ মিল্টন, আল নোমান শামীম, ড. শাখাওয়াৎ নয়ন প্রমুখ।

মানববন্ধনে বক্তারা ড. মুহম্মদ জাফর ইকবালের ওপর বর্বরোচিত এ হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায় এবং অবিলম্বে সব দোষীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

এসময় এক মিনিট নীরবতা পালন এবং লাকেম্বার রেলওয়ে প্যারেডে মৌন মিছিল কর্মসূচিও পালিত হয়।     
    
বাংলাদেশ সময়: ০৪৩৪ ঘণ্টা, মার্চ ০৫, ২০১৮
এমএএম/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।