ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

প্রবাসে বাংলাদেশ

শেখ হাসিনা সরকারের সঙ্গে কাজ করার প্রত্যয় কানাডার

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৪৪ ঘণ্টা, জানুয়ারি ৩, ২০১৯
শেখ হাসিনা সরকারের সঙ্গে কাজ করার প্রত্যয় কানাডার বাংলাদেশ ও কানাডার পতাকা

ঢাকা: বাংলাদেশের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিরোধী দলগুলোর অংশগ্রহণ করায় স্বাগত জানিয়েছে কানাডা। একই সঙ্গে শেখ হাসিনা সরকারের সঙ্গে কাজ করে যাবে বলেও জানিয়েছে দেশটি। তবে নির্বাচনে অনিয়মের অভিযোগগুলো সুষ্ঠুভাবে তদন্ত করে ব্যবস্থা গ্রহণের আহ্বানও জানিয়েছে দেশটি। 

বুধবার (২ জানুয়ারি) কানাডার গ্লোবাল অ্যাফেয়ার্স বিভাগ থেকে এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে উল্লেখ করা হয়, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে লাখ লাখ ভোটারের অংশগ্রহণ বাংলাদেশের জনগণের শক্তিশালী গণতান্ত্রিক দৃঢ় বিশ্বাসের বহিঃপ্রকাশ।

১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা স্বীকৃতি দেওয়ার প্রথম দেশগুলোর মধ্যে ছিলো কানাডা।  পারস্পরিক স্বার্থকে এগিয়ে নেয়ার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের সঙ্গে কাজ চালিয়ে যাবে কানাডা।  

তবে নির্বাচনী প্রচারণা চলাকালে অনিয়মের যে দাবি উঠেছে স্বচ্ছভাবে তা তদন্তের আহ্বান জানায় কানাডা। এছাড়া নির্বাচনী সহিংসতায় ক্ষতিগ্রস্ত নাগরিক ও পরিবারের প্রতি সহানুভূতি  জানিয়েছে দেশটি।  

বাংলাদেশ সময়: ০১৩৬ ঘণ্টা, জানুয়ারি ৩, ২০১৮
টিআর/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।