ছাত্রলীগের ৬৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সংগঠনটির যুক্তরাষ্ট্র শাখা গত ৩ জানুয়ারি নিউইয়র্কের জ্যাকসন হাইটসের আলীগড় রেস্টুরেন্টে আলোচনা সভা আযোজন করে।
যুক্তরাষ্ট্র শাখার সভাপতি টিটু রহমান এতে সভাপতিত্ব ও সাধারণ সম্পাদক মহসিন রিপন সভা পরিচালনা করেন।
অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন নিউইয়র্ক সিটি আওয়ামীলীগের সভাপতি মুক্তিযোদ্ধা সেক্টর কমান্ডার নূরুন নবী।
সভার শুরুতে এক মিনিট নিরবতা পালন করে শ্রদ্ধা নিবেদন করা হয় ভাষা আন্দোলনের শহীদ এবং সব মুক্তিযোদ্ধাদের প্রতি।
সভায় উপস্থিত ছিলেন নিউইয়র্ক সিটি আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ইমদাদ চৌধুরী, যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের ধর্ম বিষয়ক সম্পাদক কাজী মনিরুল হক, যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের সদস্য আজহারুল ইসলাম লিটন, আমিনুর ইসলাম জিলানী কলিন্স, মিনহাজ শরীফ রাসেল, নুরুল আমিন বাবু, আইয়ুব আলী, মোঃ ফিরোজ আহমেদ, মোঃ আজহারুর হাসান, শাহীন ইবনে দেলোয়ার, জামাল হোসাইন, ইকবাল হোসাইন, পলাশ চন্দ রায়, রঞ্জিত রায়, মাসুম হোসেন, বিপুল চন্দ্র বর্মন, ইয়াসিন মোহাম্মদ, আব্দুল বাতেন, সুমন, আতিকুর রহমান, আশিশ কে চৌধুরী, মোঃ আলগীর হোসেন, মোশারফ হোসেন জনি, জুয়েল আহমেদ, রাসেল আহমেদ, আলাউদ্দিন প্রমুখ।
সভায় বক্তারা বলেন, ‘আন্দোলন সংগ্রাম যখন স্তিমিত হয়ে পড়েছে, তখন জনগণ বুকভরা আশা নিয়ে তাকিয়ে থাকে ছাত্রলীগের দিকে। ছাত্রলীগ নিরাশ করেনি। বাঙ্গালি জাতির প্রতিটি লড়াই-সংগ্রাম-আন্দোলনে ছাত্রলীগের নেতৃবৃন্দ ও কর্মীরা আপোষহীন সংগ্রামী ভূমিকা পালন করেছে। তারুণের উচ্ছল প্রাণে ভরপুর বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীরা দেশের ইতিহাসকে সামনের দিকে এগিয়ে নিয়ে গেছেন, লড়াই করেছেন প্রতিটি অশুভ শক্তির বিরুদ্ধে। তাই বঙ্গবন্ধু বলেছেন, ছাত্রলীগের ইতিহাস বাঙ্গালি জাতির ইতিহাস। ’
সভা শেষে ছাত্রলীগের বর্তমান ও সাবেক নেতৃবৃন্দ প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটেন এবং সবশেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।
বাংলাদেশ সময়: ১০৫১ ঘণ্টা, জানুয়ারি ০৭, ২০১২