ঢাকা, মঙ্গলবার, ২৩ আশ্বিন ১৪৩১, ০৮ অক্টোবর ২০২৪, ০৪ রবিউস সানি ১৪৪৬

প্রবাসে বাংলাদেশ

বাংলাদেশ থেকে মানব পাচারের অভিযোগে ইতালিতে আটক ৮

সাইফুল ইসলাম মুন্সী, ইতালি থেকে | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২২ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০২০
বাংলাদেশ থেকে মানব পাচারের অভিযোগে ইতালিতে আটক ৮ যৌন ব্যবসা চালানোর জন্য বিভিন্ন দেশ থেকে নারীদেরও পাচার করা হয়। প্রতীকী ছবি

বাংলাদেশ, ভারত ও পাকিস্তান থেকে মানব পাচারের অভিযোগে ইতালির দুই নাগরিকসহ ৮ জনকে গ্রেফতার করেছে ইতালির ক্যারাবিয়ান পুলিশ।

স্থানীয় সময় মঙ্গলবার (২৪ নভেম্বর) ভোরে দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলের বিভাগ পিয়েমন্তের প্রধান শহর তোরিনোতে একটি অভিযান চালিয়ে এদের আটক করা হয়।

তবে আটককৃত অন্য ৬ বিদেশি নাগরিক কোন দেশের সে বিষয়ে এখনো কিছু বলেনি স্থানীয় প্রশাসন।

জানা যায়, দীর্ঘদিন ধরে চক্রটি বাংলাদেশ, ভারত ও পাকিস্তান থেকে অর্থের বিনিময়ে অবৈধপথে ইউরোপের বিভিন্ন দেশে মানব পাচার করে আসছে। এছাড়া দেশটিতে অবৈধভাবে আশ্রয় দেওয়ার পাশাপাশি ইউরোপের অন্যান্য দেশে পাচার করে আসছিল।

বর্তমানে যারা ইউরোপের বিভিন্ন দেশে মানব পাচার করে আসছে তাদের গ্রেফতারের জন্য বিভিন্ন স্থানে অভিযান চালাচ্ছে ইতালীয় প্রশাসন।  

বাংলাদেশ সময়: ২০১৪ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০২০
নিউজ ডেস্ক

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।