পদ্মা সেতু দ্রুত বাস্ত বায়নের দাবিতে মালয়েশিয়ায় আবস্থানরত প্রবাসী বাঙালি ইউনিট কমিউনিটির উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মালয়েশিয়ার প্লাজা প্রিমা কমপ্লেসে মঙ্গলবার বিকালে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন প্রবাস ইউনিট কমিউনিটি সভাপতি মোহাম্মদ আলী রেজা এবং পরিচালনা করেন আমিনুল ইসলাম রতন।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিনিয়র সভাপতি বশির আহম্মেদ ফারুক।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহ-সভাপতি শাহিন মোল্লা, শাহজাহান হাওলাদার, হারুনুর রশিদ, আমিনা বিনতে মুহাম্মদ আনোয়ার, সাধারণ সম্পাদক আহমদুর কবির প্রমুখ।
সভায় বক্তারা বলেন, মালয়েশিয়া সরকারের আন্তরিকতার কারণে দেশের সাধারণ জনগণের স্বপ্ন আজ বাস্তবে রুপ নিতে যাচ্ছে। শুধু তাই নয় মালয়েশিয়ায় অবস্থানরত অবৈধ বাংলাদেশি শ্রমিকদের বৈধ করে নিচ্ছে।
পদ্মা সেতু বাস্তবায়ন করলে বন্ধু প্রতিম দুই দেশের মধ্যে আরও সুসম্পর্ক গড়ে ওঠবে বলে প্রবাসীরা মনে করেন।
এছাড়া পদ্মা সেতু বাস্তবায়নে বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাশে প্রবাসীরা থাকবেন বলে আশা ব্যক্ত করেন বক্তারা।
উল্লেখ্য, গত ১ ফেব্রয়ারি মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর অবকাঠামো বিষয়ক (ভারত ও দক্ষিণ এশিয়া) বিশেষ দূত দাতো সেরী এস সামি ভেলু বাংলাদেশ সরকারের প্রধান মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে পদ্মা সেতু নির্মাণের প্রস্তাব দেন।
এছাড়া দক্ষিণ কোরিয়া, ইন্দোনেশিয়া ও চীনসহ বিভিন্ন দেশের কোম্পানি ২ দশমিক ৯৭ বিলিয়ন ডলারের এ প্রকল্পে আগ্রহ দেখালেও মালয়েশিয়ার প্রস্তাবকে গ্রহণ করে বাংলাদেশ সরকার। চলতি মাসে দুই দেশের শীর্ষ স্থানীয় নেতরা বসে প্রস্তাবটি বাস্তবায়ন করবেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
বাংলাদেশ সময়: ২১৫৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৯, ২০১২