ঢাকা, শুক্রবার, ১৮ পৌষ ১৪৩১, ০৩ জানুয়ারি ২০২৫, ০২ রজব ১৪৪৬

প্রবাসে বাংলাদেশ

জার্মানিতে করোনায় আক্রান্তের সংখ্যা সর্বোচ্চ

জার্মানি থেকে | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৩ ঘণ্টা, নভেম্বর ২০, ২০২১
জার্মানিতে করোনায় আক্রান্তের সংখ্যা সর্বোচ্চ

জার্মানিতে করোনা পরিস্থিতির ভয়াবহ অবনতি লক্ষ্যণীয়। দিনের পর দিন নাগালের বাইরে চলে যাচ্ছে করোনা পরিস্থিতি।

 

বৃহস্পতিবার (১৮ নভেম্বর) দেশটিতে ৬৯ হাজার মানুষ আক্রান্ত হওয়ার পর শুক্রবার (১৯ নভেম্বর) নতুন করে আক্রান্ত হয়েছেন আরও ৫৯ হাজার। ভয়াবহ করোনার এমন পরিস্থিতিতে কোভিড নীতিতে কড়াকড়ি এনেছে জার্মান প্রশাসনও। উদ্বেগজনক করোনা পরিস্থিতির লাগাম টানতে জরুরি ভিত্তিতে বৈঠকে বসেছেন ১৬টি অঙ্গরাজ্যের মিনিস্টার-প্রেসিডেন্টরা। একইসঙ্গে বৈঠকে বসেছেন দেশটির চ্যান্সেলর আঙ্গেলা মের্কেল, ভাইস চ্যান্সেলর ওলাফ শলজসহ স্বাস্থ্য অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তারা। বৈঠকে দেশের সব স্থানে করোনার ত্রিজি নিয়ম অনুসরণের বিষয়ে সর্বস্তরের নাগরিকদের অনুরোধ জানানো হয়। বেঁধে দেওয়া নতুন নিয়মের মধ্যে সব কর্মজীবীসহ গণপরিবহন ব্যবহারকারীদের টিকা গ্রহণের সার্টিফিকেট, করোনা টেস্টের নেগেটিভ সনদ ও করোনা থেকে সেরে ওঠার প্রমাণ দেখাতে হবে।

হঠাৎ করেই আক্রান্তের সংখ্যা সর্বোচ্চ সংখ্যার দিনেও টিকা গ্রহণে সবার প্রতি অনুরোধ করেন দেশটির স্বাস্থ্যমন্ত্রী ইয়েন্স স্পাহন।

এ অবস্থায় শঙ্কিত দেশটির সাধারণ নাগরিকসহ প্রবাসীরা। জার্মানি প্রবাসী সোহান সিরাজ, শিক্ষার্থী নূর ই জাহান ও লুৎফুর বারী বলেন, শীত আসার আগে এমন পরিস্থিতিতে পড়তে হবে তা ছিল কল্পনার বাইরে। দুই ডোজ টিকা নেওয়ার পরেও স্বস্তিতে নেই কেউই। বছরঘুরে করোনা আবার ভয়ঙ্কর রূপে দেশটির সাধারণ নাগরিকদের মতো প্রবাসী বাংলাদেশিরাও সবাই আতঙ্কিত।

এখন পর্যন্ত জার্মানির রবার্ট কক ইনস্টিটিউট জানিয়েছে, শুরু থেকে এখন পর্যন্ত সংক্রমিতের সংখ্যা ৫০ লাখ ২৭ হাজার ছাড়িয়েছে। একইসঙ্গে লাখ ছুঁই ছুঁই করছে মৃতের সংখ্যাও। তবে আশার কথা দুই ডোজ টিকা নেওয়াদের বুস্টার ডোজ নেওয়ার প্রতি যেমন আগ্রহ বেড়েছে, তেমনি নিকটস্থ টিকাকেন্দ্রে যাওয়ার ভিড় বেড়েছে নতুন টিকা গ্রহীতাদেরও। তবে প্রবাসীদের মধ্যেও নতুন করে কেউ কেউ আক্রান্ত হওয়াতে উদ্বেগটা বাড়ছে কমিউনিটিতে।

বাংলাদেশ সময়: ১৬৩০ ঘণ্টা, নভেম্বর ২০, ২০২১
আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।