ঢাকা, শুক্রবার, ১৯ পৌষ ১৪৩১, ০৩ জানুয়ারি ২০২৫, ০২ রজব ১৪৪৬

প্রবাসে বাংলাদেশ

প্যারিসে অমর একুশে উদযাপন

নুর ইসলাম হক,প্যারিস থেকে | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৫৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০১২

ফ্রান্সে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা ফ্রান্সের রাজধানী  প্যারিসের  আইফেল টাওয়ারের সামনে অস্থায়ী  শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন।  

মাথায় লাল সবুজের  পতাকা, আর-শহীদ মিনার খচিত বিশেষ টুপি,   সম্মিলিত কণ্ঠে ছিল, ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি...’।

প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে অনেক বিদেশিও শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেন।

ফ্রান্সের বিভিন্ন শহর থেকে প্রবাসী বাংলাদেশিরা এতে অংশ নেন। ফ্রান্স আওয়ামী লীগ, স্বরলিপি শিল্পী গোষ্ঠী, বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠী ফ্রান্স, ফেনী জেলা সমিতি প্যারিস, সুন্দরবন  কল্যাণ সমিতি প্যারিস, ‍চাঁদপুর জেলা সমিতি  প্যারিস, বাংলাদেশ মানবাধিকার  কমিশনসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে  শহীদ  মিনারে শ্রদ্ধা জানানো হয়।

এদিকে প্যারিসে  অবস্থিত ইউনেস্কো সদর দফতরে  নানা কর্মসূচিতে দিবসটি পালিত হয়। অনুষ্ঠানে  ফ্রান্সে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত  এনামুল কবিরসহ বিভিন্ন প্রবাসী  সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময় : ০১৩৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।