ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

প্রবাসে বাংলাদেশ

যুক্তরাষ্ট্রে সাড়ে ৪৬ মিলিয়ন অভিবাসীর রেকর্ড 

মো. সুমন মিয়া, নিউইয়র্ক থেকে | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১১ ঘণ্টা, মার্চ ৬, ২০২২
যুক্তরাষ্ট্রে সাড়ে ৪৬ মিলিয়ন অভিবাসীর রেকর্ড 

প্রেসিডেন্ট জো বাইডেনের শিথিল নীতির কারণে ব্যাপক সংখ্যক অবৈধ অভিবাসী মার্কিন-মেক্সিকো সীমান্ত অতিক্রম করে যুক্তরাষ্ট্রে প্রবেশ করছে।

বিষয়টি যুক্তরাষ্ট্রে বিদেশি বংশোদ্ভুত জনসংখ্যাকে একটি নতুন রেকর্ড উচ্চতায় ঠেলে দিতে সহায়তা করেছে।

 

আদমশুমারি তথ্যের একটি নতুন বিশ্লেষণে দেখা গেছে, দেশে এখন সাড়ে ৪৬ মিলিয়ন বৈধ এবং অবৈধ বিদেশি বংশোদ্ভুত অভিবাসী রয়েছে। এই সংখ্যা গত বছরের তুলনায় ১.৬ মিলিয়ন বেশি।  

এর আগে ১৯৮০ সালে অভিবাসীর সংখ্যা সবচেয়ে বেশি ১৪ দশমিক ৮ শতাংশ এবং ১৯১০ সালে দ্বিতীয় সর্বোচ্চ ১৪ দশমিক ৭ শতাংশ বৃদ্ধি পেয়েছিল। অভিবাসী বৃদ্ধির বর্তমান ধারা অব্যাহত থাকলে সর্বোচ্চ রেকর্ড অতিক্রম করতে পারে।  

বেশ কয়েকটি রাজ্য ইতিমধ্যে বাইডেনের অভিবাসীপন্থী নীতিকে চ্যালেঞ্জ করেছে।  

বাংলাদেশ সময়: ২০০৬ ঘণ্টা, মার্চ ০৬, ২০২২
নিউজ ডেস্ক

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।