ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

প্রবাসে বাংলাদেশ

কানাডায় বৃহত্তর চট্টগ্রাম সমিতির ইফতার মাহফিল 

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১০ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০২২
কানাডায় বৃহত্তর চট্টগ্রাম সমিতির ইফতার মাহফিল 

চট্টগ্রাম: কানাডায় চট্টগ্রাম সমিতির সদস্যদের নিয়ে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।  

রোববার (২৪ এপ্রিল) কানাডার মন্ট্রিয়ালের ক্যাফে রয়েল ব্যঙ্কুয়েট হলে এ মাহফিল অনুষ্ঠিত হয়।

 

এতে পবিত্র কোরআন তেলাওয়াত, মিলাদ ও শান্তির ধর্ম ইসলামের বিভিন্ন বিষয় নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করেনমো. আখতারুজ্জামান।

এতে মন্ট্রিয়ালের প্রবাসী বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ ও রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, ব্যবসায়ী, আইনজীবী, সাংবাদিক, পেশাজীবীরা অংশগ্রহণ করেন।  

এসময় কানাডায় বৃহত্তর চট্টগ্রাম সমিতির  সভাপতি সাইফুর রহমান ও সাধারণ সম্পাদক ইয়াসির হায়দার চৌধুরী (কলিন) এবং বৃহত্তর চট্টগ্রাম সমিতি ক্যুইবেকের সভাপতি বীর মুক্তিযোদ্ধা  মো. ইয়াকুব, সাধারণ সম্পাদক খোরশেদ আলম  চৌধুরী ও সুলতান আহমদ উপস্থিত ছিলেন।  

মাহফিল শেষে দুই সমিতির সাংগঠনিক রূপ রেখা নিয়ে বক্তব্য দেন মঞ্জুরুল চৌধুরী।  

বাংলাদেশ সময়: ২২১০ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০২২
এমআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।