ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

প্রবাসে বাংলাদেশ

বোস্টনে প্রথমবারের মতো উন্মুক্ত মাঠে হচ্ছে বাংলা মেলা

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১০ ঘণ্টা, জুলাই ১৫, ২০২২
বোস্টনে প্রথমবারের মতো উন্মুক্ত মাঠে হচ্ছে বাংলা মেলা ...

আগামী ২৩ জুলাই মেডফোর্ডের এন্ড্রু মিডল স্কুলের মাঠে বোস্টন বাংলা মেলার আয়োজন করা হয়েছে। দুপুর ১২টা থেকে রাত ৯টা পর্যন্ত এ মেলা চলবে।

লোকাল শিল্পী ছাড়াও ১১টা অঙ্গরাজ্য থেকে শতশিল্পীর মেলা বসবে। মেলায় শতকণ্ঠের গান হবে।

মেলায় হারিয়ে যাওয়া শৈশবের সব খেলাধুলার ব্যবস্থা থাকবে। যেমন এক্কাদোক্কা, লুডু, দাড়িয়াবান্ধা, গোল্লাছুট, মার্বেল, লাটিম, গুলতি, ঘুড়ি উড়ান, হাডুডু ইত্যাদি। মেলায় যেমন খুশি তেমন সাজোসহ শিশুদের আর্টক্যাম্প থাকবে। আগ্রহী মা-বাবাকে সন্তানকে যেমন খুশি সাজিয়ে নিয়ে দুপুর ১২টার মধ্যে নিয়ে আসতে হবে। নিউইয়র্ক থেকে আর্টিস্ট ফোরামের শিল্পীদের ব্যবস্থাপনায় হচ্ছে আর্ট ক্যাম্প। রঙতুলি ক্যানভাস সব দেবেন আয়োজকেরা। অংশগ্রহণকারী সব শিশুকে পুরস্কার দেওয়া হবে।  

মেলায় কোনো প্রবেশমূল্য নেই এবং সবার জন্য উন্মুক্ত। বিস্তারিত জানতে যোগাযোগ আবু কামাল আজাদ  ৬১৭-৫৩৮-২০১২, তাপস বড়ুয়া ৬১৭-৩০৪-৮৫৮৫, মহীতোষ তালুকদার তাপস ৪০১-৭৪৩-০৬৮৫।  

বাংলাদেশ সময়: ১৯০৫ ঘণ্টা, জুলাই ১৫, ২০২২
এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।