এমরান হোসেন তালুকদার, মালে (মালদ্বীপ) থেকে: মালদ্বীপের রাজধানী মালেতে এক বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে জিয়া ব্রিগেডের মালদ্বীপ কমিটি গঠন করা হয়েছে। এতে মাসুম সিরাজকে সভাপতি জহিরুল ইসলামকে সাধারণ সম্পাদক ও মোস্তফা কামালকে সাংগঠনিক সম্পাদক করে জিয়া ব্রিগেডের ৭১ সদস্য বিশিষ্ট মালদ্বীপ শাখার বৈদেশিক কমিটি গঠন করা হয়েছে।
জিয়া ব্রিগেডের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এমরান হোসেন তালুকদারের সুপারিশের ভিত্তিতে কেন্দ্রীয় প্রতিষ্টাতা সভাপতি সাংবাদিক জাহিদ ইকবাল বুধবার এ কমিটি অনুমোদন করেছেন।
কমিটির সহ-সভাপতি শামসুজ্জামান শেখ, মোহাম্মদ শাহাজালাল, খোরশেদ আলম, মোহাম্মদ শরিফ, ইসমাইল হোসেন, হাকিম মিয়া, লিটন মিয়া, পারভেজ মিয়া, আনোয়ার হোসেন। যুগ্ম সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম, মোহাম্মদ রানা, মোহাম্মদ আক্কাছুজ্জামান, বিল্লাল হোসাইন, লতিফ মিয়া, আবদুল মজিদ , কাদের মোল্লা ও মোসলেম মিয়া।
কমিটিতে সহ-সভাপতি ৯, যুগ্ম সাধারণ সম্পাদক ৭, সহ-সাংগঠনিক সম্পাদক ৪ ও অন্যান্য পদে ২১ জনসহ নির্বাহী কমিটির সদস্য ২১ জন।
বাংলাদেশ সময়: ০৭১০ ঘণ্টা, মার্চ ১৫, ২০১২
সম্পাদনা: আবু হাসান শাহীন, নিউজরুম এডিটর