ঢাকা, মঙ্গলবার, ৯ বৈশাখ ১৪৩২, ২২ এপ্রিল ২০২৫, ২৩ শাওয়াল ১৪৪৬

সারাদেশ

‘স্বচ্ছতা ও জবাবদিহিতা ছাড়া কোনো আধুনিক সমাজ হয় না’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৯ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০২৫
‘স্বচ্ছতা ও জবাবদিহিতা ছাড়া কোনো আধুনিক সমাজ হয় না’

মেহেরপুর: অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী সাংবাদিক মনির হায়দার বলেছেন, বহির্বিশ্ব বিশ্ব গণতন্ত্র বলতে বোঝে ও বোঝায় ট্রান্সপারেন্সি এবং একাউন্টটিবিলিটি। একটা সিস্টেম যেখানে স্বচ্ছতা ও জবাবদিহিতা থাকবে।

স্বচ্ছতা ও জবাবদিহিতা ছাড়া কোনো আধুনিক সমাজ হয় না। আধুনিক সমাজের সবচেয়ে বড় শর্ত হলো স্বচ্ছতা ও জবাবদিহিতা।

শুক্রবার (১৮ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে মেহেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ের হলরুমে নিরবচ্ছিন্ন স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণে প্রাতিষ্ঠানিক সক্ষমতা বাড়ানো ও নিরাপদ কর্মস্থল তৈরিতে করণীয় শীর্ষ আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মনির হায়দার বলেন, পাবলিক অফিসের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করাই হলো গণতন্ত্রের মূল লক্ষ্য।

তিনি আরও বলেন, আমাদের দেশে সত্যিকার অর্থে দীর্ঘদিন গণতন্ত্র ছিল না। আর গণতন্ত্র না থাকার সবচেয়ে বড় কুফল হলো সমাজে দুইটা জিনিসের ভয়ংকর রকমের ঘাটতি তৈরি হয়, তা হলো ট্রান্সপারেন্সি ও একাউন্টটিবিলিটি।

মেহেরপুরের জেলা প্রশাসক সিফাত মেহনাজের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক শাহারিয়া শায়লা জাহান।

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- মেহেরপুরের অতিরিক্ত জেলা প্রশাসক মো. তরিকুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. খাইরুল ইসলাম, মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের আরএমও সাউথ কবি, মেডিকেল অফিসার ডা. ফাতেমা কামাল সাখী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আনজুমান আরাসহ স্থানীয় গণমাধ্যমের প্রতিনিধিরা।

বাংলাদেশ সময়: ১৭৫৬ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০২৫
আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।