ঢাকা, মঙ্গলবার, ৮ বৈশাখ ১৪৩২, ২২ এপ্রিল ২০২৫, ২৩ শাওয়াল ১৪৪৬

সারাদেশ

গোসাইরহাটে স্ত্রীকে আত্মহত্যার প্ররোচনার দায়ে স্বামী গ্রেপ্তার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৩৬ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০২৫
গোসাইরহাটে স্ত্রীকে আত্মহত্যার প্ররোচনার দায়ে স্বামী গ্রেপ্তার প্রতীকী ছবি

শরীয়তপুরের গোসাইরহাটে দীপ্তি গোলদার নামে এক নারীকে আত্মহত্যায় প্ররোচনার দায়ে তার স্বামী পরিতোষ গাইনকে গ্রেপ্তার করেছে পুলিশ।  

শুক্রবার (১৮ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে গোসাইরহাট থানার ওসি মাকসুদ আলম এ তথ্য নিশ্চিত করেন।

 

শুক্রবার গোসাইরহাট উপজেলার ধীপুর গ্রামের ভাড়াবাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।  
বৃহস্পতিবার (১৭ এপ্রিল) রাতে আত্মহননকারী দিপ্তীর বড় ভাই বাদী হয়ে পরিতোষের বিরুদ্ধে আত্মহত্যার প্ররোচনার অভিযোগে গোসাইরহাট থানায় মামলা করেন।

গ্রেপ্তারকৃত পরিতোষ গোপালগঞ্জ জেলার কোটালীপাড়ার শ্রীফলবাড়ি গ্রামের মৃত ঠাকুর চাঁদ গাইনের ছেলে।

মামলা সূত্রে জানা গেছে, গোপালগঞ্জ জেলার রাজৈর থানার কদমবাড়ি গ্রামের ধন্য গোলদারের মেয়ে দীপ্তি ৫ থেকে ৬ বছর ধরে একটি এনজিওতে চাকরি করে আসছেন।  এক বছর দুই মাস আগে পরিতোষের সঙ্গে পারিবারিকভাবে বিয়ে হয় দিপ্তীর। স্ত্রী গোসাইরহাট শাখায় কর্মরত থাকায় স্থানীয় শামীম হাওলাদারের বাড়িতে ভাড়া থাকতেন তারা।  

মামলায় আরও উল্লেখ করা হয়, দিপ্তীর স্বামী পরিতোষ গত বছরের জুন মাসে গোপালগঞ্জ জেলার কোটালীপাড়ার মাদারগঞ্জ গ্রামের রিতা ওঝা নামে অন্য এক তরুণীকে বিয়ে করেন। ঘটনার দিন বুধবার রাত দেড়টার দিকে স্বামী পরিতোষের সঙ্গে এ নিয়ে বাগবিতণ্ডা হয় দিপ্তীর। এ সময় পরিতোষ শারীরিক ও মানসিকভাবে অত্যাচার করেন দিপ্তীকে। পরে অত্যাচার সইতে না পেরে রুমে গিয়ে দরজা বন্ধ করে জানালার গ্রিলের সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন দিপ্তী। বৃহস্পতিবার সকাল ৮টার দিকে দিপ্তীর রুমের দরজা বন্ধ দেখেন পরিতোষ। এ সময় দরজা ধাক্কা দিতে থাকেন তিনি। পরে মোবাইলে কল দিয়েও যোগাযোগ করতে না পেরে জানালা দিয়ে দেখেন গ্রিলের সঙ্গে ঝুলে আছেন দীপ্তি।  

পরে স্থানীয়দের সহযোগিতায় গোসাইরহাট থানায় খবর দিলে পুলিশ এসে দিপ্তীর মরদেহ উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতালে মর্গে  পাঠান। পরে ওই রাতেই দিপ্তির বড় ভাই বাদী হয়ে পরিতোষকে আসামি করে গোসাইরহাট থানায় আত্মহত্যার প্ররোচনায় মামলা করেন। শুক্রবার পরিতোষকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

গোসাইরহাট থানার ওসি মো. মাকসুদ আলম বলেন,  আত্মহত্যার প্ররোচনার অভিযোগে একটি মামলা নেওয়া হয়েছে। এ মামলায় গ্রেপ্তারকৃত পরিতোষকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ০৮৩৫ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০২৫
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।