ঢাকা, সোমবার, ৭ বৈশাখ ১৪৩২, ২১ এপ্রিল ২০২৫, ২২ শাওয়াল ১৪৪৬

সারাদেশ

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে উপদেষ্টার সঙ্গে ভিসির সাক্ষাৎ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১১ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০২৫
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে উপদেষ্টার সঙ্গে ভিসির সাক্ষাৎ

সিরাজগঞ্জের শাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বাংলাদেশের (রবিবা) প্রকল্পের ডিপিপি, উন্নয়ন ও একাডেমিক কার্যক্রমের অগ্রগতির বিষয় নিয়ে অন্তর্বর্তী সরকারের পরিকল্পনা উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেছেন উপাচার্য (ভিসি) ড. এস. এম হাসান তালুকদার।

শুক্রবার (১৮ এপ্রিল) রাতে পরিকল্পনা উপদেষ্টা ড. ওয়াহিদ উদ্দিন মাহমুদের বারিধারার বাসভবনে সাক্ষাৎকালে এসব বিষয় নিয়ে আলোচনা করেন তিনি।

 

এসময় উপ-উপাচার্য প্রফেসর ড. সুমন কান্তি বড়ুয়া ও রবীন্দ্র গবেষক প্রফেসর নাসিমউদ্দিন মালিথার চেলে সাংবাদিক চকোর মালিথা উপস্থিত ছিলেন।  

শনিবার (১৯ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য জানান রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের গণসংযোগ কর্মকর্তা মো. শাহ আলী।

বিজ্ঞপ্তিতে তিনি জানান, উপদেষ্টার সঙ্গে উপাচার্য মহোদয়ের দীর্ঘ দুই ঘণ্টার বৈঠক হয়। আলোচনার বেশিরভাগ সময়জুড়ে ছিল বিশ্ববিদ্যালয়ের ডিপিপি, উন্নয়ন এবং বিভিন্ন একাডেমিক কার্যক্রমের সার্বিক অগ্রগতির বিষয়ে।  

আলাপচারিতায় উপদেষ্টা মহোদয় রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে তার বিভিন্ন স্মৃতি নিয়ে কথা বলেন। ২০২০ সালে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের এক সেমিনারে পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদের অংশগ্রহণের স্মৃতি বিজড়িত একটি ছবি উপহার দেন ভিসি মহোদয়।  

উপদেষ্টা সবসময় রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের পাশে থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন এবং রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে যেতে উপাচার্যের আমন্ত্রণ গ্রহণ করেন।

বাংলাদেশ সময়: ১৭০৫ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০২৫
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।