কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান বদরুল আলম নাঈমকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (১৯ এপ্রিল) দিনগত রাতে কিশোরগঞ্জ জেলার কটিয়াদী উপজেলা সদরের বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গত কটিয়াদী উপজেলা পরিষদ নির্বাচনে বদরুল আলম নাঈম ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছিলেন। তিনি কটিয়াদী রক্তদান সমিতি ও দীপশিখা গ্রন্থাগার আন্দোলনসহ নানা সামাজিক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে জড়িত রয়েছেন।
কটিয়াদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, রাতেই গ্রেপ্তার হওয়া বদরুল আলম নাঈমকে কিশোরগঞ্জ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
উল্লেখ্য, কিশোরগঞ্জে বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলার অভিযোগে কিশোরগঞ্জ মডেল থানায় দায়ের করা মামলার আসামি হিসেবে বদরুল আলম নাঈমকে গ্রেপ্তার করা হয়।
বাংলাদেশ সময়: ১৪১১ ঘণ্টা, এপ্রিল ২০, ২০২৫
আরএ