ঢাকা, সোমবার, ৮ বৈশাখ ১৪৩২, ২১ এপ্রিল ২০২৫, ২২ শাওয়াল ১৪৪৬

সারাদেশ

ইসলামী আন্দোলনে যোগ দিলেন আ.লীগ নেতা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩০ ঘণ্টা, এপ্রিল ২০, ২০২৫
ইসলামী আন্দোলনে যোগ দিলেন আ.লীগ নেতা

বরগুনার আমতলী উপজেলার গুলিশাখালী ইউনিয়নে রাজনৈতিক অঙ্গনে আলোচনার ঝড় তুলেছে একটি ছবি। যেখানে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এবং বর্তমান ইউপি চেয়ারম্যান অ্যাডভোকেট মো. মনিরুল ইসলাম মনিকে ইসলামী আন্দোলন বাংলাদেশের সদস্য ফরম পূরণ করতে দেখা গেছে।

ছবিটি ফেসবুকে ছড়িয়ে পড়ার পর এ নিয়ে রাজনৈতিক মহলে শুরু হয়েছে মিশ্র প্রতিক্রিয়া।

জানা যায়, সম্প্রতি মনিরুল ইসলাম মনি চরমোনাই দরবার শরিফে গিয়ে ইসলামী আন্দোলনের আমির ও চরমোনাই পীর সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীমের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় পীর সাহেবের সঙ্গে বায়আত নেওয়ার পাশাপাশি তিনি দলটির সদস্য ফরমও পূরণ করেন।

এ বিষয়ে ইসলামী আন্দোলন আমতলী উপজেলার সাধারণ সম্পাদক গাজী মো. বায়েজিদ বলেন, মনিরুল ইসলাম মনি নিজ ইচ্ছায় চরমোনাই দরবারে গিয়ে আমির সাহেবের হাতে বায়আত নিয়েছেন এবং সদস্যপদ গ্রহণ করেছেন।  

এর আগে একই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ নুরুল ইসলাম মিয়াও একইভাবে বায়আত গ্রহণ করেছিলেন।

তবে এ বিষয়ে জানতে একাধিকবার কল করা হলেও মো. মনিরুল ইসলাম মনির সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

ঘটনাটি নিয়ে স্থানীয় আওয়ামী লীগের নেতা-কর্মীদের মধ্যে অসন্তোষ বিরাজ করছে। নাম প্রকাশে অনিচ্ছুক ইউনিয়নের একজন আওয়ামী লীগ নেতা বলেন, এই ইউনিয়নের বর্তমান ও সাবেক দুই চেয়ারম্যানই হাইব্রিড রাজনীতির পরিচিত মুখ। এরা দলের আদর্শ নয়, বরং সুবিধা দেখে অবস্থান নেয়। এখন ইসলামী আন্দোলনে গিয়ে বায়আত নেওয়ার ঘটনা সেটিই আবার প্রমাণ করল।

তিনি আরও অভিযোগ করেন, টাকার জোরে তারা আওয়ামী লীগের নেতৃত্বে এসেছেন। দলের দুঃসময়ে তাদের পাশে পাওয়া যাবে না—এটা আমরা আগেই জানতাম।

এ ঘটনায় জেলা আওয়ামী লীগ এখনো আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানায়নি। তবে দলীয় নেতা হিসেবে অন্য রাজনৈতিক সংগঠনের সদস্য হওয়া ও আনুগত্য প্রকাশের বিষয়টি কীভাবে দেখা হচ্ছে, তা নিয়ে আলোচনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে।

বাংলাদেশ সময়: ১৫২০ ঘণ্টা, এপ্রিল ২০, ২০২৫
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।