রাঙামাটি: খাগড়াছড়ি থেকে অপহৃত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) পাঁচ শিক্ষার্থীর নিঃশর্ত মুক্তি ও কাউখালীতে ছাত্রীকে ধর্ষণের বিচারের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২০ এপ্রিল) সকালে জেলা শহরের আদিবাসী ছাত্র সমাজের ব্যানারে কুমার সুমিত রায় জিমনেশিয়াম মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তারা বলেন, পাঁচ শিক্ষার্থীকে পাঁচদিন অতিবাহিত হলেও এখনো উদ্ধার করা যায়নি। চুক্তি বিরোধীরা এমন ঘৃণিত কাজটি করেছে। চুক্তি বিরোধীরা পাহাড়ে অরাজকতা সৃষ্টি করছে। পাঁচ শিক্ষার্থী অপহরণের পাশাপাশি পাহাড়ে কর্মরত মোবাইল টাওয়ারের কর্মীদের অপহরণ করছে চুক্তি বিরোধী সন্ত্রাসীরা। পার্বত্য চুক্তি অনুযায়ী পার্বত্য এলাকায় থেকে নিরাপত্তার বাহিনীর ক্যাম্প প্রত্যাহার না করা এবং চুক্তি বিরোধীদের বিরুদ্ধে সরকার ব্যবস্থা না নেওয়ায় পাহাড়ে অশান্তি সৃষ্টি হচ্ছে।
বক্তারা অভিলম্বে পাঁচ শিক্ষার্থীর মুক্তি, কাউখালীতে মারমা তরুণী ধর্ষণে অভিযুক্ত আসামিকে গ্রেপ্তার করতে প্রশাসনের কাছে দাবি দাবি জানিয়েছেন।
সমাবেশের আগে একই স্থান থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
এসময় পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক রুমেন চাকমা, নাগরিক সমাজের প্রতিনিদি ইন্টু মনি চাকমা, শিক্ষার্থী হিমেল চাকমা, প্রু লা উ মারমা, মেরীন ত্রিপুরা, কবিতা চাকমা, সুজন চাকমাসহ অন্যরা বক্তব্য রাখেন।
বাংলাদেশ সময়: ২০০১ ঘণ্টা, এপ্রিল ২০, ২০২৫
এসআরএস