ময়মনসিংহ: তুচ্ছ ঘটনায় ঢাকায় খুন হওয়া প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজের (২৬) স্বজনদের আহাজারি থামছে না।
তার গ্রামের বাড়ি ময়মনসিংহের ভালুকা উপজেলার বিরুনিয়া ইউনিয়নের কাইচান গ্রামে গিয়ে ছেলে হারানোর শোকে মাতম করতে দেখা যায় মা-বাবা ও স্বজনদের।
রোববার (২০ এপ্রিল) রাত ৯টায় উপজেলার কাইচান গ্রামের পারিবারিক কবরস্থানে পারভেজকে দাফন করা হয়।
এসময় উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক মোহাম্মদ মুর্শেদ আলম, দক্ষিণ জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক দাঈদ রায়হানসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
নিহত পারভেজ কাইচান গ্রামের কুয়েত প্রবাসী মো. জসীম উদ্দিনের ছেলে। এক মেয়ে ও এক ছেলে নিয়ে জীসম উদ্দিন ও পারভীন ইয়াসমিন দম্পতির ছিল সুখের সংসার। এর মধ্যে পারভেজ প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করতেন এবং তার ছোট বোন জুইমনি ঢাকার মাইলস্টোন কলেজে উচ্চ মাধ্যমিক প্রথম বর্ষের শিক্ষার্থী।
তুচ্ছ ঘটনায় নির্মমভাবে পারভেজ খুন হওয়ায় জসীম উদ্দিনের পরিবারে দুঃখের আঁধার নেমে এসেছে বলে মন্তব্য করেন বিরুনিয়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ও নিহত পারভেজের ফুফাত ভাই মো. শরীফুল ইসলাম।
তিনি জানান, পারভেজ ও তার ছোট বোনকে লেখাপড়া করে ভালো মানুষ হিসেবে গড়ে তোলার জন্য দীর্ঘদিন ধরে কুয়েতে প্রবাস জীবন কাটাচ্ছিলেন বাবা জসীম উদ্দিন। তবে ছেলে খুনের খবরে শোক বিহ্বল বাবা রোববার সকালে দেশে ফিরে এসেছেন।
এদিকে রোববার বিকেল সাড়ে ৪টার দিকে ভালুকার গ্রামের বাড়িতে মরদেহ আসার খবরে কাইচান গ্রামসহ আশপাশের গ্রামের শত শত নারী ও পুরুষ পারভেজকে শেষবারের মতো দেখতে ছুটে আসেন জসীম উদ্দিনের বাড়িতে। এসময় পরিবারে সদস্যদের আহাজারিতে অশ্রুসজল হয়ে পড়ে গ্রামবাসীও।
এ সময় নিহত পারভেজের মা পারভীন ইয়াসমিন ছেলের বন্ধুদের দেখেই জড়িয়ে ধরে আহাজারি করতে থাকেন। এসময় বারবার মূর্ছা যান।
স্থানীয় বাসিন্দারা জানান, পারভেজ ছিল অত্যন্ত ভদ্র ও অমায়িক স্বভাবের। বিশ্ববিদ্যালয়ের ছুটিতে বাড়ি এলে সবার সঙ্গে দেখা করে কথা বলত। কিন্তু তুচ্ছ ঘটনায় নিজের সহপাঠীদের হাতে খুন হওয়ার ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক। আমরা অবিলম্বে খুনিদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবি করছি।
নিহত পারভেজের বাবা জসীম উদ্দিন বলেন, পারভেজ ছিল আমার কলিজার টুকরা। বিশ্বব্যাংকের একটি দাতা সংস্থার ত্রিশ হাজার টাকা বেতনের চাকরি ছেড়ে লাখ টাকা কামিয়ে ছেলে ও মেয়েকে লেখাপড়া করানোর জন্য বিদেশ গিয়েছিলাম। কিন্তু আমার ছেলেকে তুচ্ছ কারণে খুন করা হয়েছে। আমি চাই প্রকাশ্যে জনসম্মুখে মঞ্চ বানিয়ে এই সন্ত্রাসীদের ফাঁসি দেওয়া হোক। তাহলে আমার ছেলের আত্মা শান্তি পাবে।
এদিকে পারভেজের লাশ আসার আগেই কাইচান গ্রামের বাড়িতে ছুটে যান ময়মনসিংহ দক্ষিণ জেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক নাদিম সাদ্দামসহ ছাত্রদলের নেতাকর্মীরা। এ সময় তারা পারভেজের বাবা-মার সঙ্গে দেখা করে সহমর্মিতা প্রকাশ করেন।
অপরদিকে জাহিদুল ইসলাম পারভেজ ছাত্রদলের কর্মী দাবি করে তাকে হত্যার ঘটনায় শোক বিবৃতি দিয়েছে ময়মনসিংহ দক্ষিণ জেলা ছাত্রদলের সভাপতি মাহাবুবুর রহমান রানা এবং সাধারণ সম্পাদক দাঈদ রায়হানসহ ভালুকা উপজেলা ছাত্রদলসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতারা।
বিবৃতিতে নেতারা অবিলম্বে পারভেজ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে ফাঁসি নিশ্চিত করার দাবি জানান। এছাড়াও এই হত্যাকাণ্ডের বিচার দাবিতে এদিন দুপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেছেন স্থানীয় ছাত্রদল ও বিএনপির নেতাকর্মীরা।
বাংলাদেশ সময়: ১৫২০ ঘণ্টা, এপ্রিল ২১, ২০২৫
এসআই/আরএ