ঢাকা, মঙ্গলবার, ৮ বৈশাখ ১৪৩২, ২২ এপ্রিল ২০২৫, ২৩ শাওয়াল ১৪৪৬

সারাদেশ

কুড়িগ্রামে নাশকতাবিরোধী অভিযানে আ.লীগের ৩১ নেতাকর্মী গ্রেপ্তার 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩০ ঘণ্টা, এপ্রিল ২১, ২০২৫
কুড়িগ্রামে নাশকতাবিরোধী অভিযানে আ.লীগের ৩১ নেতাকর্মী গ্রেপ্তার 

কুড়িগ্রামে নাশকতাবিরোধী অভিযানে ২৪ ঘণ্টায় আওয়ামী লীগের ৩১ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।  

রোববার সকাল ১০টা থেকে সোমবার (২১ এপ্রিল) সকাল ১০টা পর্যন্ত বিগত ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে এদের গ্রেপ্তার করা হয়।

 

সোমবার (২১ এপ্রিল) জেলা পুলিশ থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।

জেলা পুলিশ জানায়, আওয়ামী লীগের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে থেকে বিগত সময়ে কুড়িগ্রাম জেলায় সন্ত্রাসী কার্যক্রম পরিচালনাকারী ৩১ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। এদের মধ্যে রৌমারী উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও শৌলমারী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নজরুল ইসলাম, উলিপুর উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রচারণা সম্পাদক এবং কুড়িগ্রাম কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক নির্মল চন্দ্র রায়, জেলা পরিষদের সাবেক সদস্য ও আওয়ামী লীগ নেতা ফরহাদ হোসেন মোল্লা, সদরের মোগলবাসা ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক তাফসির আহমেদ, কাঁঠালবাড়ী ইউনিয়ন যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুস সালাম রয়েছেন।  

এছাড়াও রাজারহাট, ফুলবাড়ী, নাগেশ্বরী, ভূরুঙ্গামারী ও রাজিবপুর উপজেলা থেকেও আওয়ামী লীগ নেতাকর্মীদের গ্রেপ্তার করা হয়েছে।

কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া অফিসার ও গোয়েন্দা বিভাগের (ডিবি) ওসি মো. বজলার রহমান বলেন, নাশকতাবিরোধী বিশেষ অভিযানে জেলায় ৩১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এরা সবাই আওয়ামী লীগের নেতাকর্মী। তারা জেলার বিভিন্ন থানা এলাকায় অস্থিতিশীলতা সৃষ্টিকারী, সহযোগী এবং পরিকল্পনাকারী। এই অভিযান নিয়মিত চলমান থাকবে।

বাংলাদেশ সময়: ১৯১৭ ঘণ্টা, এপ্রিল ২১, ২০২৫
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।