ফরিদপুরের আলফাডাঙ্গায় হঠাৎ কালবৈশাখী ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ঝড়ে গাছপালা ও কাঁচা-পাকা ঘরবাড়িসহ বিভিন্ন ফসলের ক্ষতি হয়েছে।
সোমবার (২১ এপ্রিল) সকাল সাড়ে ১১টার দিকে মাত্র ১০ মিনিটের ঝড়ে এ অবস্থা সৃস্টি হয়। ঝড়ে উপজেলার পৌরসদরসহ প্রায় ৮/৯টি গ্রাম ক্ষতিগ্রস্ত হয়েছে।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, সকাল সাড়ে ১১টার দিকে উত্তর-দক্ষিণ দিক থেকে হঠাৎ করে কালবৈশাখী ঝড় আঘাত আনে। উপজেলার পৌরসদরের শ্রীরামপুর, মালিডাঙ্গা, মিঠাপুর, নওয়াপাড়া, হিদাডাঙ্গা, বুড়াইচ, বাকাইলসহ বেশ কয়েকটি গ্রাম ঝড়ে ক্ষতিগ্রস্ত হয়। এতে ঘরবাড়ি গাছপালা ও বিভিন্ন ফসলের ক্ষতি হয়।
শ্রীরামপুর গ্রামের কাসেম সরদার বলেন, হঠাৎ করে বৃষ্টি ও প্রচণ্ড বাতাসে ঘরবাড়ি ভেঙে যায় এবং গাছপালা উপড়ে পড়ে।
বাকাইল গ্রামের বিভাষ মণ্ডল বলেন, ঝড়ে আমার দুই তিনটি রেইন্ট্রি গাছ ও ঘর ভেঙে গেছে। ধান ও সবজি ক্ষেতেরও বেশ ক্ষতি হয়েছে।
পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর হারুন অর রশিদ বলেন, হঠাৎ ঝড়ে আমার ওয়ার্ডের বেশ কয়েকটি ঘরবাড়ি, গাছপালা, ফসলের ক্ষতি হয়েছে। ঝড়ে বিদ্যুতের খুঁটি ভেঙে সকাল থেকে বিদ্যুৎ সংযোগ বন্ধ রয়েছে। দুই নম্বর ওয়ার্ডের কাসেম সরদার, উজ্জ্বল হোসেন, বাশার শেখ, আতিয়ার রহমান, লাবু মিয়া, আলমগীর হোসেনসহ বেশ কয়েকটি পরিবারের বাড়ি-ঘর ভেঙে গেছে। গাছ-পালা উপড়ে পড়েছে।
আলফাডাঙ্গা উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তা মো. মেহেদী হাসান বলেন, গাছপালার কিছুটা ক্ষয়ক্ষতি হয়েছে। ধান ও বিভিন্ন ধরনের সবজির কিছুটা ক্ষতি হলেও ফসলের বড় ধরনের কোনো ক্ষতি হয়নি।
এ ব্যাপারে আলফাডাঙ্গা পল্লী বিদ্যুতের সাব জোনাল অফিসের সহকারী জেনারেল ম্যানেজার ফাহিম হোসাইন ইভান বলেন, কালবৈশাখী ঝড়ে উপজেলার পৌরসদরসহ অন্তত ৭/৮টি গ্রাম ক্ষতিগ্রস্ত হয়েছে। বিদ্যুতের খুঁটি ভেঙে পড়েছে। তার ছিঁড়ে গেছে। সকাল ১০টা থেকে বিদ্যুৎ সংযোগ বন্ধ রয়েছে। বিদ্যুৎ সংযোগ সচল করতে কাজ চলছে।
বাংলাদেশ সময়: ২০০৭ ঘণ্টা, এপ্রিল ২১, ২০২৫
আরএ