ঢাকা, মঙ্গলবার, ৯ বৈশাখ ১৪৩২, ২২ এপ্রিল ২০২৫, ২৩ শাওয়াল ১৪৪৬

সারাদেশ

কিশোরগঞ্জে আ.লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৬ ঘণ্টা, এপ্রিল ২১, ২০২৫
কিশোরগঞ্জে আ.লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার যুবলীগ নেতা মো. রবিন

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ব্যানারে ঝটিকা মিছিল করার দায়ে যুবলীগ নেতা মো. রবিনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (২১ এপ্রিল) দুপুরে তাকে গ্রেপ্তারের পর কিশোরগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।

এর আগে রোববার (২০ এপ্রিল) দিনগত রাতে কিশোরগঞ্জ সদর উপজেলার লতিবাবাদ ইউনিয়নের মুকসেদপুর-বড়পুল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার হওয়া মো. রবিন কিশোরগঞ্জ সদর উপজেলার লতিবাবাদ ইউনিয়নের মুকসেদপুর এলাকার রজব আলীর ছেলে।

তিনি স্থানীয় লতিবাবাদ ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ডের সদস্য (মেম্বার) ও ওয়ার্ড যুবলীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার (২০ এপ্রিল) সকাল থেকে দুপুরের মধ্যে কিশোরগঞ্জ-ভৈরব আঞ্চলিক সড়কের কিশোরগঞ্জ সদর উপজেলার সগড়া বিশ্বরোড এলাকায় মুখে কালো কাপড় বেঁধে জেলা আওয়ামী লীগের ব্যানারে ঝটিকা মিছিল বের করে। মিছিলের ব্যানারে আইসিটি ট্রাইব্যুনালে আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা ও নেতাদের বিরুদ্ধে অসাংবিধানিক ও বেআইনি কার্যক্রমের প্রতিবাদে মিছিল ও স্মারকলিপি লেখা রয়েছে। এ ব্যানার নিয়ে যুবলীগ নেতা মো. রবিনের ইন্ধনে বিক্ষোভ মিছিল করার অভিযোগের পরিপ্রেক্ষিতে রোববার (২০ এপ্রিল) দিনগত রাতে কিশোরগঞ্জ সদর উপজেলার লতিবাবাদ ইউনিয়নের মুকসেদপুর-বড়পুল এলাকা থেকে যুবলীগ নেতা মো. রবিনকে গ্রেপ্তার করে পুলিশ।

কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তার হওয়া আসামি মো. রবিনকে কিশোরগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ২০২৩ ঘণ্টা, এপ্রিল ২১, ২০২৫

আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।