ঢাকা, বুধবার, ৯ বৈশাখ ১৪৩২, ২৩ এপ্রিল ২০২৫, ২৪ শাওয়াল ১৪৪৬

সারাদেশ

নীলফামারীতে ছাত্রলীগ-আ.লীগের ৫ নেতা-কর্মী গ্রেপ্তার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৩ ঘণ্টা, এপ্রিল ২২, ২০২৫
নীলফামারীতে ছাত্রলীগ-আ.লীগের ৫ নেতা-কর্মী গ্রেপ্তার প্রতীকী ছবি

নীলফামারীর সৈয়দপুরে ছাত্রলীগের এক নেতা ও ডোমারে আওয়ামী লীগের চার নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সৈয়দপুরে গ্রেপ্তার ব্যক্তি হলেন- সৈয়দপুর উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান শাওন।

সোমবার (২১ এপ্রিল) রাতে তাকে গ্রেপ্তার করা হয়।  তবে তাকে কোন মামলায় গ্রেপ্তার করা হয়ে জানা যায়নি।

মঙ্গলবার (২২ এপ্রিল) সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফইম উদ্দিন বিষয়টি নিশ্চিত করেন।

অন্যদিকে ডোমারে গ্রেপ্তাররা হলেন- ডোমার উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান দিলীপ কুমার মুখোপাধ্যায় (৪৮), পাঙ্গা মটকপুর ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি মো. বাবুল (৬০), গোমনাতী ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য মিজানুর রহমান মানিক (৫০) ও পশ্চিম হরিণচড়া ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক মজিবুল ইসলাম (৫০)।  

ডোমার থানার ওসি আরিফুল ইসলাম এতথ্য নিশ্চিত করে জানান, ২০১৮ সালের জাতীয় নির্বাচনে বিএনপি মনোনীত চেয়ারম্যান প্রার্থী রফিকুল ইসলামের গাড়িবহরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়েছে। অভিযুক্তদের নিজ নিজ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারদের আইনি প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হবে।

বাংলাদেশ সময়: ১৮৪২ ঘণ্টা, এপ্রিল ২২, ২০২৫
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।