ঢাকা, বুধবার, ৯ বৈশাখ ১৪৩২, ২৩ এপ্রিল ২০২৫, ২৪ শাওয়াল ১৪৪৬

সারাদেশ

কুষ্টিয়ায় প্রায় দেড় কেজি স্বর্ণসহ আটক ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৩ ঘণ্টা, এপ্রিল ২২, ২০২৫
কুষ্টিয়ায় প্রায় দেড় কেজি স্বর্ণসহ আটক ১

কুষ্টিয়া: কুষ্টিয়ার দৌলতপুরের চিলমারি সীমান্তে বাংলাদেশের অভ্যন্তর থেকে এক কেজি ৩৪০ গ্রাম স্বর্ণসহ শ্রী রিপন মণ্ডল (৪২) নামে এক চোরাকারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।

মঙ্গলবার (২২ এপ্রিল) সন্ধ্যায় বিজিবি-৪৭ কুষ্টিয়ার অধিনায়ক লে. কর্নেল মো. মাহবুব মুর্শেদ রহমান এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে বিজিবি জানায়, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দুপুরে টহল কমান্ডার নায়েক মো. শাহজালালের নেতৃত্বে বিজিবির একটি দল দৌলতপুর সীমান্তের চরচিলমারি বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১৫৭/৩-এস থেকে আনুমানিক ৩০০ গজ উত্তরে, শূন্য লাইন থেকে ১০ গজ বাংলাদেশের অভ্যন্তরে খারিজাথাক মাঠ নামক স্থানে অভিযান পরিচালনা করে।

এ সময় মুন্সীগঞ্জ সদর উপজেলার রমজান বেগ গ্রামের মৃত সুধির মণ্ডলের ছেলে চোরাকারবারি শ্রী রিপন মণ্ডলকে (৪২) এক কেজি ৩৪০ গ্রাম ওজনের ১২টি স্বর্ণের বারসহ হাতে নাতে আটক করে। এ সময় তার সঙ্গী অপর চোরাকারবারি দৌলতপুর উপজেলার চরচিলমারী খারিজাথাক গ্রামের মুজা সরকারের ছেলে মো. নুর আলম সরকার (৩৫) কৌশলে পালিয়ে যেতে সক্ষম হয়।

বিজিবি জানায়, উদ্ধারকৃত স্বর্ণের বর্তমান বাজার মূল্য প্রায় এক কোটি আটানব্বই লাখ বাইশ হাজার ছয়শ বিশ টাকা। উদ্ধারকৃত স্বর্ণ কুষ্টিয়া জেলা ট্রেজারি অফিসে জমা করা হয়েছে।

একইসঙ্গে আটক চোরাকারবারিকে দৌলতপুর থানা পুলিশের হাতে হস্তান্তর করে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হয়েছে।  

বাংলাদেশ সময়: ২১৪০ ঘণ্টা, এপ্রিল ২২, ২০২৫
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।