ঢাকা, বৃহস্পতিবার, ১১ বৈশাখ ১৪৩২, ২৪ এপ্রিল ২০২৫, ২৫ শাওয়াল ১৪৪৬

সারাদেশ

নাটোরে যুবকের দুই হাত কেটে বিচ্ছিন্ন করল দুর্বৃত্তরা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৯ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০২৫
নাটোরে যুবকের দুই হাত কেটে বিচ্ছিন্ন করল দুর্বৃত্তরা

নাটোর: নাটোরের সিংড়া উপজেলায় মো. ইসরাফিল হোসেন (২৫) নামে এক যুবকের দুই হাত কবজি থেকে কেটে বিচ্ছিন্ন করে দিয়েছে দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) সকালে উপজেলার হাতিয়ানদহ এলাকায় এ ঘটনা ঘটে।

আহত ইসরাফিল ওই এলাকার তাইজুল ইসলামের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ইসরাফিলের বাবা তাইজুল ইসলাম বহুদিন আগে চাঁপাইনবাবগঞ্জ থেকে সিংড়া উপজেলার হাতিয়ানদহ এলাকায় এসে বাড়ি করেন। তারা রাজমিস্ত্রির কাজ করেন। সকালে এলাকাবাসী ইসরাফিলের চিৎকার শুনে এগিয়ে গিয়ে দেখেন, সড়কের পাশে তার দুই হাতের কাটা অংশ পড়ে আছে এবং তিনি রক্তাক্ত অবস্থায় চিৎকার করছেন। পরে তাকে উদ্ধার করে প্রথমে নাটোর সদর হাসপাতালে এবং পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

নাটোর সদর হাসপাতালের জরুরি বিভাগের মেডিকেল অফিসার ডা. সুব্রত বাংলানিউজকে বলেন, “রোগীর দুই হাতের কবজি বিচ্ছিন্ন এবং শরীরের বিভিন্ন স্থানে জখম রয়েছে। ধারালো অস্ত্র দিয়ে কাটা হয়েছে বলে মনে হচ্ছে। সকাল ৭টার দিকে তাকে গুরুতর জখম অবস্থায় হাসপাতালে আনা হয়। সে সময় তার প্রচুর রক্তক্ষরণ হচ্ছিল। ”

সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসমাউল হক বাংলানিউজকে জানান, “খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। কারা এবং কেন এ ঘটনা ঘটিয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে। তবে প্রাথমিকভাবে জানা গেছে, বড় ভাইয়ের সঙ্গে তার বিরোধ ছিল। বিষয়টি তদন্তাধীন রয়েছে। ”

এ বিষয়ে নাটোরের পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ আমজাদ হোসাইন বাংলানিউজকে বলেন, “যতটা জানা গেছে, এটি কোনো রাজনৈতিক বিষয় নয়। পরকীয়াজনিত একটি বিষয় থাকতে পারে। সেটি যাচাই-বাছাই করা হচ্ছে। দোষীদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে। ”

বাংলাদেশ সময়: ১৩৫৭ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০২৫
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।