ঢাকা, শুক্রবার, ১১ বৈশাখ ১৪৩২, ২৫ এপ্রিল ২০২৫, ২৬ শাওয়াল ১৪৪৬

সারাদেশ

জুলাই গণহত্যার বিচার না করলে এ সরকারকে ইতিহাস ক্ষমা করবে না: মামুনুল হক 

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১২ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০২৫
জুলাই গণহত্যার বিচার না করলে এ সরকারকে ইতিহাস ক্ষমা করবে না: মামুনুল হক  সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মুহাম্মদ মামুনুল হক।

ফেনী: জুলাই-আগস্ট বিপ্লবের সময় শেখ হাসিনা ও আওয়ামী লীগের সন্ত্রাসীরা যে গণহত্যা চালিয়েছে তার বিচার না করলে এই অন্তর্বর্তী সরকারকে ইতিহাস ক্ষমা করবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মুহাম্মদ মামুনুল হক।

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) বিকেলে ফেনীর কেন্দ্রীয় শহীদ মিনারে বাংলাদেশ খেলাফত মজলিস জেলা শাখা আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

‘জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও শাপলা চত্বরে গণহত্যার বিচার এবং খেলাফত প্রতিষ্ঠার আন্দোলনে গণজাগরণ সৃষ্টির লক্ষ্যে’ এ সমাবেশের আয়োজন করা হয়।

খেলাফত মজলিসের ফেনী জেলা শাখার সভাপতি মাওলানা মুহাম্মদ জসিম উদ্দিনের সভাপতিত্বে দলের কেন্দ্রীয় নেতাদের পাশাপাশি স্থানীয় বিএনপি, জামায়াতে ইসলামী, এবি পার্টিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা সমাবেশে বক্তব্য রাখেন।  

আল্লামা মুহাম্মদ মামুনুল হক বলেন, জুলাই-আগস্টের স্পিরিটকে সম্মান জানিয়ে এদেশে রাজনীতি করতে হবে। সংবিধান সংস্কারের নামে বহুত্ববাদ এদেশের মানুষ আবারও রক্ত দিয়ে রুখে দেবে। সংবিধানে আল্লাহর একত্ববাদ প্রতিষ্ঠা করতে হবে। শাপলা চত্বর, বিডিআর বিদ্রোহ, ২৪-এর বিপ্লবসহ সব হত্যাকাণ্ডের বিচার করতে হবে সর্বাগ্রে।  

পতিত স্বৈরাচার শেখ হাসিনার সমালোচনা করে খেলাফত মজলিসের আমির বলেন, শেখ হাসিনা স্বাভাবিক মানুষ ছিলেন না, ছিলেন বিকারগ্রস্ত। খুনি শেখ হাসিনার রাজনীতির পুনর্বাসন এদেশের মানুষ মেনে নেবে না। আওয়ামী লীগকে সন্ত্রাসী দল হিসেবে ঘোষণা করতে হবে। জুলাই-আগস্ট বিপ্লবে শেখ হাসিনা ও আওয়ামী লীগের সন্ত্রাসীদের গণহত্যার বিচার না করলে এই ইন্টেরিম সরকারকে ইতিহাস ক্ষমা করবে না।

তিনি বলেন, বাংলাদেশের মানুষ অসাম্প্রদায়িক। এদেশের মানুষ তৌহিদের চেতনায় অসাম্প্রদায়িক। নারী বিষয়ক সংস্কার কমিশনের ইসলামবিরোধী সংস্কার প্রস্তাব প্রত্যাখ্যান করতে হবে। এ কমিশনের বিরুদ্ধেও ব্যবস্থা নিতে হবে।  

তিনি বলেন, আমরা নতুন কোনো ফ্যাসিবাদের যাঁকাতলে পিষ্ট হতে রক্ত দেইনি। ভারতীয় আধিপত্যবাদ থেকে মুক্ত হয়েছি আমেরিকার শৃঙ্খলে আবদ্ধ হওয়া জন্য নয়।  

প্রধান উপদেষ্টার উদ্দেশ্যে আল্লামা মামুনুল হক বলেন, ইসলামের বিরুদ্ধে আপনার অবস্থান হলে আপনাকে ডাস্টবিনে ছুড়তে দেরি হবে না।  

সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দলের মহাসচিব জালাল উদ্দিন আহম্মদ, কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব তোফাজ্জল হোসেন মিয়াজী, সাংগঠনিক সম্পাদক মাওলানা এনামুল হক মুসা।  

বাংলাদেশ সময়: ১৯০৭ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০২৫
এসএইচডি/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।